ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
বিধানসভা চত্বরে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার ভারতীয় জনতা পার্টির বিধায়কগণ
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত দেশপ্রেমিকদের চিন্তা, দর্শন ও ত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। তাঁর পথেই হোক ভবিষ্যতের রাজনৈতিক যাত্রা

নিজস্ব প্রতিনিধি। ৬ ই জুলাই ২০২৫। বিধানসভা চত্বরে আজ এক বিশেষ তাৎপর্যপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকল বাংলা। ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার ভারতীয় জনতা পার্টির বিধায়কগণ।
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক চিন্তার মেলবন্ধন ঘটিয়ে যাঁরা ভারতের জন্য আত্মনিবেদন করেছিলেন, ডঃ মুখোপাধ্যায় তাঁদের অন্যতম। তাঁর অবদান ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয়। দেশবিভাগ, সংবিধান রচনা এবং কাশ্মীর প্রশ্নে তাঁর সাহসী ও স্পষ্ট বক্তব্য আজও রাজনীতির মাপকাঠি হয়ে রয়ে গেছে।
শুভেন্দু অধিকারী এই দিনটিকে শুধুই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, রাজনৈতিক চিন্তা ও আদর্শের পুনর্মূল্যায়নের আহ্বান জানান। তিনি বলেন, “ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবাদী চিন্তাবিদ, যাঁর বুদ্ধিদীপ্ত নেতৃত্ব এবং ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”
এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বিধায়করা মাল্যদান করেন ডঃ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে এবং নীরবতা পালন করে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন মহান মনীষার প্রতি এই শ্রদ্ধা প্রদর্শন ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী ও গর্বজনক এক ক্ষণ।
বিজেপির তরফে এই দিনটিকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির, আলোচনা সভা, ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিধানসভায় এই কর্মসূচি সেই উদ্যোগের একটি কেন্দ্রবিন্দু।
এদিনের এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই একমত হন—ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মত দেশপ্রেমিকদের চিন্তা, দর্শন ও ত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। তাঁর পথেই হোক ভবিষ্যতের রাজনৈতিক যাত্রা—এই কামনা করেন সবাই।

Comments