গুরু পূর্ণিমা

গুরু পূর্ণিমায় ভুলেও করবেন না 'এই' কাজ! অর্থটান পিছু ছাড়বে না!

আজ গুরু পূর্ণিমা। লক্ষীবার বৃহস্পতিবারে পড়েছে আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথি। যা অত্যন্ত শুভ। এদিন নিষ্ঠা ভরে পূর্ণিমা তিথির পুজো করলে জীবনে অনেক বাধা কেটে যায় বলে মনে করা হয়

নিজস্ব সংবাদদাতা, কলকাতা। ১০ই জুলাই ২০২৫।  আজ গুরু পূর্ণিমা। লক্ষীবার বৃহস্পতিবারে পড়েছে আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথি। যা অত্যন্ত শুভ। এদিন নিষ্ঠা ভরে পূর্ণিমা তিথির পুজো করলে জীবনে অনেক বাধা কেটে যায় বলে মনে করা হয়। কিন্তু এদিন ভুলেও একটি কাজ করা নিষিদ্ধ শাস্ত্রে। কী সেই কাজ? জানাব। তার আগে জেনে নিন গুরু পূর্ণিমার সময়সূচী।

গুরু পূর্ণিমার নির্ঘণ্ট

২০২৫ শে গুরু পূর্ণিমা পালিত হচ্ছে ১০ জুলাই। পঞ্জিকা মতে শুভ তিথি শুরু হচ্ছে, ৯ই জুলাই রাত্রি ১.৩৬ মিনিটে। আর তিথি শেষ হচ্ছে ১০ই জুলাই রাত্রি ২ টো ০৬ মিনিটে। 

গুরু পূর্ণিমায় বিরল যোগ

আজ গুরু বৃহস্পতির সঙ্গে সূর্য যুতি করবেন মিথুন রাশিতে। অন্যদিকে এই সময় আবার গুরু আর চন্দ্র একে অপরের মুখোমুখি হবে। যার ফলে তৈরি হবে গজকেশরী যোগ। যা অতন্ত্য শুভ এবং বিরল যোগ। 

ভুলেও করবেন না যে কাজ

লক্ষ্মীবারে পড়ায় আষাঢ়ে পূর্ণিমা তিথির গুরুত্ব অনেক গুন বেড়ে গিয়েছে। নিষ্ঠা ভরে এদিন পূজার্চনা করলে জীবনে সৌভাগ্য বর্ষাবে, বলছেন পন্ডিতেরা। তবে দিন ভুলেও গুরুজনদের কু কথা বলবেন না, অপমান করবেন না। পারলে দুস্থদের দান করুন, গো সেবা করুন। এতে ভাগ্য সদয় হবে।

Advertisement