ত্রিপুরা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা!
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ
ত্রিপুরা,বিক্রম কর্মকার : মঙ্গলবার সন্ধ্যারাতে পশ্চিম ত্রিপুরা জেলা মান্দাই বিজেপি মন্ডল কার্যালয়ে সংঘটিত এক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জেলা বিজেপি দল। এই ঘটনায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং বিজেপির দলীয় পতাকা ও অফিসের নথিপত্র ভাঙচুর করা হয়।
এই ঘটনার প্রতিবাদে বুধবার মান্দাই বিজেপি মন্ডল কার্যালয়ের উদ্যোগে মান্দাই বাজারে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে বিজেপি দলের নেতা,কর্মীরা। এই মিছিল থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মান্দাই থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ বিজেপির অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে এক সাক্ষাৎকারে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিজেপির পার্টি অফিসে এধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। বিশেষত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। রাতের অন্ধকারে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে যদি হামলা চালায়জ এর মধ্য দিয়েই বোঝা যায় যে কিছু শত্রুপক্ষ জনগণের উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করতে চায়। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে পরিচালিত উন্নয়নমূলক সরকারের ভাবনাকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে, এমন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী বিকাশ দেববর্মা আরও স্পষ্টভাবে জানান, ময়দানে নেমে জনগণের কাছে আমাদের জবাব থাকবে এবং যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের কঠোর থেকে কঠোরতর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments