পূর্ব বর্ধমান

কালনায় নর-কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে

কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলা জমি থেকে কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধারে চাঞ্চল্য।

কালনা,পূর্ব বর্ধমান : কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলা জমি থেকে কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধারে চাঞ্চল্য। আজ সোমবার কঙ্কাল দেহের খণ্ডাবশেষ বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এ ময়না তদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। কালনা থানার পুলিশ মাথার খুলি, পাঁজর সহ বেশ কিছু হারগোড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হসপিটালে নিয়ে আসে। এদিকে ওই নর কঙ্কালটি কিভাবে এলাকায় এলো এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঠিক তখনই ওই নর কঙ্কাল উদ্ধার হওয়ার জায়গার  পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল। গতকাল রাতে ওই সাইকেল থেকেই শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাধাগাছি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ থাকা যুবক অনিকেত রায়ের পরিবার। 

তবে দেহটি কঙ্কাল অনিকেতেরই কিনা সেটি এখনো স্পষ্ট জানা যায়নি। তবে নিখোঁজ হয়ে যাওয়ার সময় যে সাইকেল টিও নিকট ছিল সাইকেলটি অনিকেতিরই বলে এদিন সোমবার জানিয়েছে অনিকেতের বাবা।  ঘটনায় স্থানীয় এলাকার ফাঁড়ির পুলিশও ঐ পরিবারের সাথে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথমে তার নজরে আছে কঙ্কালের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়। বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকে, জল শুকানোর পরই উদ্ধার হয় ওই নর-কঙ্কালের বিভিন্ন অংশ। তবে উদ্ধার হওয়া ওই নর-কঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো।  এটি খুন নাকি অন্য কিছু তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement