এশিয়াকাপ চ্যাম্পিয়ন ভারত
জয়ের তীলক! পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
২০২৫ এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হলে ভারত ৩ টেই জয়ী হয়েছে। এশিয়া কাপে টানা ৭ ম্যাচে জয়ী হয়ে জয়ের ধারা বজায় রেখে ভারত এশিয়ায় সেরার সেরা হয়েছেন
সঞ্জয় কুমার দোলুই ,২৯ সেপ্টম্বর : পাকিস্তান কে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ২ বল বাকি থাকতে পাকিস্তান কে ৫ উইকেটে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জয় ভারতের। ৪১ বছরের ইতিহাসে প্রথম ভারত-পাকিস্তান ফাইনালে মুখোমুখি হলে ভারতের জয়ের নায়ক তীলক বর্মার অসাধারণ পারফরম্যান্সে জয়ী ভারত। পাক -বধের হ্যাট্রিক! ২০২৫ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হলে ভারত ৩ টেই জয়ী হয়েছে। এশিয়া কাপে টানা ৭ ম্যাচে জয়ী হয়ে জয়ের ধারা বজায় রেখে ভারত এশিয়ায় সেরার সেরা হয়েছেন। এই ভারত নতুন ভারত, এই ভারত অপ্রতিরোধ্য ভারত। এশিয়া কাপে ভারত ৯ বার চ্যাম্পিয়ন হলো যা এশিয়ার দলগুলোর মধ্যে সবার থেকে এগিয়ে। এই ভারত বিশ্ব ক্রিকেটে রাজ করার ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২৪ তে বিশ্বচ্যাম্পিয়ন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন এবং গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫ শে এশিয়া কাপ চ্যাম্পিয়ন.. এটাই ভারতের আধিপত্য বিশ্ব ক্রিকেট।
ভারত পাকিস্তান কে হারিয়ে এশিয়া কাপ চ্যম্পিয়ন, ভারতের রাষ্ট্রপতি এশিয়া কাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় দল কে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় দল কে শুভেচ্ছা জানিয়ে, ভারতের জয় সম্বন্ধে সমাজ মাধ্যমে লেখেন, অপারেশন সিঁদুর হোক বা এশিয়া কাপ, ফলাফল একই। ভারত সর্বদাই জয়ী হয়। এই জয় কে ক্রীড়া প্রতিযোগিতায় অপারেশন সিঁদুর এর সাথে তুলনা করেছেন। ভারত এশিয়া কাপ চ্যম্পিয়ন হয়ে ট্রফি ছাড়াই সেলিব্রেশন করেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে চায় না ভারত। মহসিন নকভি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার উপর পাকিস্তানের মন্ত্রী। তাই মহসন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করলো ভারত, পাকিস্তান কে দিলো কড়া জবাব। এটাই শক্তিশালী ভারত।
এশিয়া কাপে জয় নায়ক তীলক বর্মা। ভারত কে জয়ের তীলক পড়িয়ে দিলেন, করলেন এশিয়ান চ্যাম্পিয়ন। ভারত কে খাদের কিনারা থেকে তুলে এনে জয়ের উপহার দিলেন। অসাধারণ সংযম, এবং ক্রীড়া চাতর্যের পরিচয় দিয়ে ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত থেকে ভারত কে এশিয়ান চ্যাম্পিয়ন করলেন। তীলক বর্মার এই পারফরম্যান্স সর্বকালের সেরা পারফরম্যান্স মধ্যে স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচের সেরা হয়েছেন তীলক বর্মা। রিঙ্কু সিং ফিনিশার হিসাবে পরিচিত এশিয়া কাপে তিনি একটা ম্যাচে সুযোগ পেলেন তাও আবার ফাইনালে, পেয়েছেন মাত্র ১ বল আর সেই বলে চার মেরে ভারত কে করলেন এশিয়ান চ্যাম্পিয়ন। নিঃশব্দের নায়ক ভারতকে চ্যাম্পিয়ন করতে যার ভূমিকা গুরুত্বপূর্ণ শিবম দুবে বল এবং ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স। ২২ বলে করলেন ৩৩ রান। কুলদীপ যাদব অসাধারণ আগুনে বোলিং ৪ উইকেট নিয়ে পাকিস্তান কে কুপোকাত করেছে। ভারতীয় বোলিং আক্রমণে পাকিস্তান দিশেহারা কুলদীপ-বরুন-অক্ষয় ঘুর্ণি স্পিন এবং বুমরাহ-দুবের আগুনে পেসের সামনে পাকিস্তান ১৪৬ রানে অলআউট। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল জসপ্রীত বুমরাহ ২ টি করে উইকেট নিয়েছেন এবং কুলদীপ যাদব ৪ টি উইকেট নিয়েছেন। ভারত ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৫০ করে ২ বল বাকি থাকতে পাকিস্তান কে হারিয়ে এশিয়া কাপ জয়ী হয়। ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তীলক বর্মা এবং সুপার সিক্স অফ দ্যা ম্যাচ জিতেছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন অভিষেক শর্মা। টুর্নামেন্টে সেরা মূল্যবান খেলোয়াড় কুলদীপ যাদব। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এশিয়া কাপে ৭ ম্যাচে ৭ টি অপ্রতিরোধ্য জয় এবং এশিয়া কাপ জয়ের জন্য ভারতীয় দলের খেলোয়াড়দের জন্য ২১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

Comments