ত্রিপুরা
দুর্গাপুজোয় ত্রিপুরাবাসীর জন্য সরকারের বিশেষ উপহার, রেশন কার্ডধারীদের বিনামূল্যে মিলবে সুজি, ময়দা ও চিনি
দুর্গাপুজো উপলক্ষে সমস্ত রেশন কার্ডধারী পরিবারকে বিনামূল্যে সুজি, ময়দা এবং চিনি দেওয়া হবে
যশপাল সিং, ত্রিপুরা: শারদোৎসবের আগে রাজ্যের সাধারণ মানুষের জন্য বড়সড় সুখবর দিল ত্রিপুরা সরকার। খাদ্য, জনসংযোগ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে সমস্ত রেশন কার্ডধারী পরিবারকে বিনামূল্যে সুজি, ময়দা এবং চিনি দেওয়া হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পরিবার পাবে ৫০০ গ্রাম সুজি, ২ কেজি ময়দা এবং ১ কেজি চিনি।
সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ৯.৫০ লক্ষ পরিবার এই সুবিধা পাবেন। এর জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭২ কোটি টাকা। খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, উৎসবের আনন্দে যাতে রাজ্যের প্রত্যেক মানুষ শামিল হতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি তথ্য বলছে, এবার মোট ৮,৪৭০ মেট্রিক টন সুজি, ১৮,৮৮০ মেট্রিক টন ময়দা এবং ৯,৫৯৯ মেট্রিক টন চিনি রেশন দোকানের মাধ্যমে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে। অক্টোবর মাস থেকেই জেলার প্রতিটি রেশন দোকানে এই সামগ্রী বিলি শুরু হবে।
ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে গ্রাম থেকে শহর সর্বত্রই আনন্দের সাড়া পড়েছে। সাধারণ মানুষ মনে করছেন, পুজোর আগে এই সহায়তা তাদের পারিবারিক বাজেটে স্বস্তি এনে দেবে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলেছে, উৎসবকেন্দ্রিক সহায়তার বদলে সারাবছর খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা উচিত।
তবুও, ত্রিপুরা সরকারের এই ঘোষণা নিঃসন্দেহে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে, এবং দুর্গাপুজোর আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।

Comments