BSNL 4G Saturation

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ১০৮টি BSNL 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন, ডিজিটাল সংযোগের নতুন দিগন্ত

দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ১০৮টি BSNL 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন

যশপাল সিং, ত্রিপুরা : আজ ২৭শে সেপ্টেম্বর ২০২৫, সারা দেশে ১০৮টি BSNL 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিজিটাল কানেক্টিভিটি শক্তিশালীকরণে এই প্রকল্প দেশের উন্নয়নের পথে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে ত্রিপুরার নওগাঁও, মোহনপুর 4G BTS সাইটও এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্বাচিত হয়েছিল।এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। 

তিনি তার প্রতিক্রিয়ায় জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজ ওড়িশার ঝাড়সুগুড়া থেকে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। একই সঙ্গে, আমি পশ্চিম ত্রিপুরার বাগবাড়ি, মোহনপুর থেকে ‘সেবা পর্ব’-এ অংশগ্রহণ করেছি।”

অন্যদিকে, রাজীব ভট্টাচার্য বলেন, “২৭শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সারা দেশে ১০৮টি BSNL 4G স্যাচুরেশন মোবাইল টাওয়ারের উদ্বোধন করেছেন, যা দেশের ডিজিটাল সংযোগকে আরও মজবুত করার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। এই অনুষ্ঠানে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছিল নওগাঁও, মোহনপুর 4G BTS সাইটে—এই স্মরণীয় জাতীয় অনুষ্ঠানের জন্য ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছিল আমাদের এই স্থানটি, যা আমাদের রাজ্যের জন্য গর্বের বিষয়।”

বিশিষ্টজনেরা মত প্রকাশ করেন, নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে, যা ডিজিটাল ভারতের স্বপ্নপূরণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

Advertisement