IndiaVsPakistan

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী অভিষেক শর্মা এক জ্বলন্ত আগুন

এশিয়া কাপে ইতিহাস সৃষ্টি করলেন অভিষেক শর্মা এখন পর্যন্ত ২০৮.৪৩ স্ট্রাইক রেট অবিশ্বাস্য ধারাবাহিকতা

সঞ্জয় কুমার দোলুই : ভারতের তরুণ বিগ্রেড এশিয়া কাপের অসাধারণ পারফরম্যান্স করে চলেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে ৭ দিনের মাথায় ২ বার অতি সহজে হারিয়েছে। এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে অভিষেক শর্মা ধ্বংসাত্মক ব্যাটিং ক্রিকেট প্রেমী মানুষদের মুগ্ধ করেছে এবং ওপেনার অভিষেক শর্মা স্ট্রাইক রেট বর্তমানে সর্বোচ্চ।পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে ২০০+ স্ট্রাইক রেটে  অভিষেক শর্মা ৫০ রান করেন। অভিষেক শর্মা ৩৯ বলে ৭৪ রানের আগুনে ব্যাটিং করেছে ১৮৯.৭৪ রানে।অবিশ্বাস্য ইনিংস, অসাধারণ পারফরম্যান্স, অসাধারণ  ব্যাটিং দক্ষতা। এশিয়া কাপে অভিশেষ শর্মা ব্যাটিং মুগ্ধ হয়ে উপভোগ করে বিশ্ববাসী। ভারত বিশ্ব ক্রিকেটে অনেক তারকা খেলোয়াড়ের উপহার দিয়েছে। তাতে সমৃদ্ধ হয়েছে বিশ্ব ক্রিকেট। ভারতের যুব খেলোয়াড় অভিশেষ শর্মা বিশ্ব ক্রিকেটে শাসন করে চলেছে। যিনি মাঠে নামলেন চার ও ছক্কার বন্যা বয়ে যায়। ওপেনিংয়ে ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স। 

এশিয়া কাপে অভিশেষ শর্মার ব্যাটিং পারফরম্যান্স এই মুহুর্তে বিশ্বের সর্বোচ্চ স্ট্রাইক রেট। ২০০+ এর উপরে স্ট্রাইক রেট যা অবিশ্বাস্য এটাই নতুন ভারতের আধিপত্য। এশিয়া কাপে ইতিহাস সৃষ্টি করলেন অভিষেক শর্মা এখন পর্যন্ত ২০৮.৪৩ স্ট্রাইক রেট অবিশ্বাস্য ধারাবাহিকতা। অভিষেক শর্মা UAE এর বিপক্ষে ১৬ বলে ৩০ রান করেন, পাকিস্তানের বিপক্ষে ১৩ বলে ৩১ রান, ওমানের বিপক্ষে ১৫ বলে ৩৮ রান এছাড়াও গতকাল রবিবার সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪ রান করে। এশিয়া কাপে মোট ৪ টি ইনিংসে ১৭৩ রান করে, ১২ টি ছক্কা হাঁকিয়েছেন ২০৮.৪৩ স্ট্রাইক রেটে। বীরেন্দ্র সহবাগ, শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহেলি এবং যুবরাজ সিং এর মতো ধ্বংসাত্মক ব্যাটিং অভিষেক শর্মার। ভারতের তারকা খেলোয়াড় অভিশেষ শর্মা অনবদ্য ব্যাটিংয়ে এবং তার স্ট্রাইক রেটেই বিশ্বক্রিকেটে এক আধিপত্য দেখানো বলা যায়। 

Advertisement