INDvsOMA
অপ্রতিরোধ্য ভারত এশিয়াকাপে জয়ের হ্যাটট্রিক, ওমানের বিরুদ্ধে ২১ রানে জয়ী ভারত
জয়ের হ্যাটট্রিক, ওমানের বিরুদ্ধে ২১ রানে জয়ী ভারত
সঞ্জয় কুমার দোলই : এশিয়া কাপে ভারতের জয় অব্যাহত। জয়ের হ্যাটট্রিক ভারতের। ভারতের কাছে এশিয়ার কোন প্রতিপক্ষ দল দাঁড়াতে পারছে না। ভারতীয় বিধ্বংসী ব্যাটিং এবং আগুনে বোলিং আক্রমনে প্রতিপক্ষ দিশেহারা। একে একে ভারতের তথা বিশ্বের তারকা খেলোয়াড় বিরাট কোহেলি, রহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, অবসর গ্রহন করেছে। তারুণ্যের শক্তি ভারতীয় টিমে, সিনিয়র তারকা খেলোয়াড়দের মতো খেলে চলেছে ভারতীয় দল, নতুন এক তরুন বিগ্রেড ভারতীয় দলে, যারা বিশ্বক্রিকেটে আধিপত্য দেখিয়ে চলেছে। তাদের ক্রিড়া চাতুর্যময় গুনে মুগ্ধ বিশ্ববাসী।
এশিয়া কাপে ভারত বনাম ওমান ম্যাচে ভারত ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান করে ২০ ওভারে। ইতিমধ্যে ভারত সুপার -4 এ উঠে গেছে। এদিন ওমানের সাথে নিয়ম রক্ষার ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে আসে আর্শদীপ সিং ও হর্ষিত রানা। টসে জিতে ভারত এদিন ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। প্রথমে শুরুতে ভারতীয় দলে ধাক্কা দেয় ওমান শুভমন গিল আউট করে। তবে শুরু তেই উইকেট হারিয়ে গেলেও ভারতীয় ব্যাটিং ঝড় চলতে থাকে। ভারতের নয়নের মণি অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা ওমান। এশিয়া কাপে অভিষেক শর্মার আগুনে ব্যাটিং ঝড় অব্যাহত, ক্রিকেটপ্রেমী মানুষেরা মুগ্ধ হয়ে বসে থাকে তার খেলা দেখার জন্য। ওমানের বিরুদ্ধে অভিষেক শর্মার ব্যাটিং ঝড় ১৫ বলে ৩৮ রান। সঞ্জু স্যামসন এদিন সুযোগের সৎব্যবহার করে। তিনি একটা অর্ধশত রান করেন, ৪৫ বলে ৫৬ রান করেন। অক্ষর প্যাটেল এদিন ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি ১৩ বলে ২৬ রান করেন। তীলক বর্মা ধারাবাহিক ভাবে রান করেই চলেছে এশিয়া কাপে। এদিন তাঁর ওমানের বিরুদ্ধে ১৮ বলে ২৯ রান অনবদ্য ইনিংস। এদিন পরিবর্তিত খেলোয়াড় হিসাবে হর্ষিত রানা ব্যাট হাতে জ্বলে ওঠেন তিনি ৮ বলে ১৩ রান করেন।
ওমানের বিরুদ্ধে ভারতীয় বোলিং আক্রমনে ভারতীয় ৮ জন খেলোয়াড় এদিন বল করেন আসলে নিয়ম রক্ষার ম্যাচে বোলারদের পারফরম্যান্স দেখে নিতে এই পরিকল্পনা। এদিন হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং ১ টি করে উইকেট নিয়েছেন। ভারতীয় প্রথম খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০০ টি উইকেট নিয়েছেন। এদিন ওমানের বিরুদ্ধে ১ টি উইকেট নিয়ে অর্শদীপ ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন। অসাধারণ একটা ক্যাচ নিয়েছেন হার্দিক পান্ডিয়া। যা টি-টোয়েন্টি
বিশ্বকাপ ফাইনালে সূর্য কুমার যাদবের নেওয়ার ক্যাচের মতো।
ভারতের বিশাল স্কোর ১৮৮ রান তাড়া করতে নেমে ওমান অসাধারণ পারফরম্যান্স করলো। যতিন্দর সিং এদিন ৩৩ বলে ৩২ করেন। অসাধারণ ব্যাটিং করেন হাম্মাম মির্জা ৩৩ বলে ৫১ রানের বিধ্বংসী ব্যাটিং। ৪৩ বছর বয়সী, বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন আমির কালি্। এদিন তিনি ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন এবং তাঁর আগুনে ব্যাটিংয়ে মুগ্ধ বিশ্ববাসী। এদিন তিনি ভারতের বিরুদ্ধে ৪৬ বলে ৬৪ রান করেন। শুধু ব্যাট হাতে নয় বল হাতে ও সাফল্য অর্জন করে আমির কালিম। ২ টি গুরুত্বপূর্ণ উইকেট ও নিয়েছেন তিনি। ওমান অসাধারণ পারফরম্যান্স করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান করে। শেষ হাসি হাসে ভারত ২১ রানে জয়ী হয়ে।

Comments