Tripura

ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে মাফিয়া রাজ চলছে! সাংবাদিকের উপর আক্রমণ চলছে! বিজেপির মন্ডল স্তরের নেতারাই নেশা কারবারের সাথে যুক্ত! বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা!

সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে সর্বত্র মাফিয়ারাজ চলছে

ত্রিপুরা,বিক্রম কর্মকার, ১২ ই জুলাই : আগরতলা পোস্ট অফিস চৌমুহনি স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে সর্বত্র মাফিয়ারাজ চলছে। 

মাফিয়াদের  উৎপাতে ঘর ছাড়লেন আগরতলার এয়ারপোর্ট থানার দুর্জয়নগরের এক গৃহবধূ। এলাকার কুখ্যাত মাফিয়া অমৃত গোপ সহ  তার সাঙ্গপাঙ্গরা মিলে ওই গৃহবধূর জায়গা দখল করার জন্য ওই গৃহবধূ ও তার পরিবারের লোকজনদের উপর আক্রমণ চালায়। অবশেষে সেই গৃহবধূ সহ তার পরিবারের লোকজনরা কুখ্যাত মাফিয়া অমৃত গোপ সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট তারা আবেদন করেছেন কুখ্যাত মাফিয়া অমৃত গোপ সহ তার সাঙ্গোপাঙ্গদের হাত থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। 

তাছাড়া ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা ঘটছে। নেশা পাচারকারীদের উৎপাতে একাংশ যুবসমাজের অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। চাকরির পরীক্ষা হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। বিজেপির মন্ডল স্তরের নেতারা এই নেশা কারবারের সাথে যুক্ত বলে বিস্ফোরক অভিযোগ করলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তিনি আরো অভিযোগ করে বললেন, বিজেপি সরকার যেসব রাজ্যে ক্ষমতায় এসেছে টাকার বিনিময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে কিনে নিয়েছে। আগামী ২০২৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দেবে সকল ত্রিপুরাবাসী।

Advertisement