Athlete
বিদেশের মাটিতে জোড়া পদক জয়ের কৃতিত্ব দিনহাটার অ্যাথলিট সৌরভ সাহার
২৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামের আলবামায় অনুষ্ঠিত ২১তম পুলিশ অ্যান্ড ফায়ার গেমস ২০২৫ প্রতিযোগিতায় অংশ নিয়ে দিনহাটার অ্যাথলিট সৌরভ ৪ ×৪০০ মিটার রিলে রেসে ব্রোঞ্জ পদক জয় নিজের মুঠোয় আনার সঙ্গে সঙ্গে ৪ ×১০০ মিটার রিলে রেসে অংশ গ্রহণ করে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক জয়

বিদ্যুৎ ভৌমিক, ১২ ই জুলাই : প্রচলিত কথায় আছে, চেষ্টায় কি না হয়। তাছাড়া এটাও শুনে এসেছি, একবার না পারিলে দেখ শতবার ।সদিচ্ছার সঙ্গে পরিশ্রমের মিশেলে ক্রীড়াজগতে অনায়াসে অভাবনীয় সাফল্য তুলে আনা যায় , তা নিজের জাত চিনিয়ে স্বীয় ক্রীড়া চাতুর্যের গুণে সামাজিক জীবনে প্রতিফলন ঘটিয়ে নিজের যথার্থ যোগ্যতার দাম মিটিয়ে দিলেন কোচবিহারের দিনহাটার অ্যাথলিট সৌরভ সাহা।সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রীড়াঙ্গনে দেশ অন্য মাত্রায় পৌঁছে যায় ।গত ২৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামের আলবামায় অনুষ্ঠিত ২১তম পুলিশ অ্যান্ড ফায়ার গেমস ২০২৫ প্রতিযোগিতায় অংশ নিয়ে দিনহাটার অ্যাথলিট সৌরভ ৪ ×৪০০ মিটার রিলে রেসে ব্রোঞ্জ পদক জয় নিজের মুঠোয় আনার সঙ্গে সঙ্গে ৪ ×১০০ মিটার রিলে রেসে অংশ গ্রহণ করে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে দেশের মুকুটে নয়া পালক সংযোজিত করেছেন, যার তুলনা মেলা ভার ।এই সুসংবাদে সৌরভের পরিবারের সদস্যরা ও এলাকার মানুষজন উচ্ছ্বাসে ফেটে পড়ে ।দিনহাটার ক্রীড়ামোদী আমজনতার আনন্দের শেষ নেই ।
সূত্র মারফৎ জানা যায় যে, দিনহাটার ভূমিপুত্র সৌরভ সাহা ২০১৬ সালে বর্ডার সিকিউরিটি ফোর্স- এর চাকরিতে যোগদান করেন ।তবে অ্যাথলেটিক্সে তাঁর এক অসম্ভব ধরনের ঝোঁক তাঁকে পেয়ে বসে।তারই দৌলতে তিনি ইতিপূর্বে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অজস্র পুরস্কারে ভূষিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে সমর্থ হয়েছেন ।তাছাড়া বিদেশের মাটিতেও তিনি সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে নিজেও খুশিতে ভরপুর ।দিনহাটার ক্রীড়া জগতের দিকপাল চন্দন সেনগুপ্ত জানালেন যে, সৌরভ শুধু দিনহাটার নয়, পুরো দেশের গর্ব ।আমি জানতাম ও বড় কিছু করবে ।আর সেটাই করে দেখালো।ভবিষ্যতে ওর আরও সাফল্য কামনা করি ।দিনহাটার চৌধুরীহাটের বিবেকানন্দ বিদ্যালয়ের শরীর শিক্ষার শিক্ষক সন্দীপ বল জানান যে, আমরা প্রথম থেকেই আশাবাদী ছিলাম যে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌরভ সাফল্য তুলে আনবেই ।সেটাই আজ করে দেখানোয় আমরা খুবই খুশি ।আশা করি ভবিষ্যতে সৌরভ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বাড়াবে ।
বিদেশের মাটিতে জোড়া পদক জয়ের পর দিনহাটার পুরসভার পুরমাতা অপর্ণা দে নন্দী তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে, সত্যিই দিনহাটার জন্য এটা একটা গর্বের মুহূর্ত ।ওঁর এই সাফল্য নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করবে ।ওঁর আরও বড় সাফল্য কামনা করি ।বার্মিংহাম থেকে জোড়া পদক জয়ের পর নিরুত্তাপ সৌরভ খুব অল্প কথায় জানান যে,আমার লক্ষ্য ছিল দেশের হয়ে পদক আনা।সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি ।আগামী দিনে দেশের জন্য আরও কিছু সাফল্য তুলে আনতে চাই। ছবি : সংগৃহীত ।

Comments