Karate
আন্তর্জাতিক ক্যারাটেতে জোড়া স্বর্ণ পদক কালনার সোনার ছেলে ত্রিশানজিতের
৯ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কাতা ও ফাইট ইভেন্টে অংশ গ্রহণ করে দুটি বিভাগেই স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে দেশের মুকুটে নয়া পালক সংযোজিত করেছে কালনা বাঘনাপাড়ার ত্রিশানজিৎ

বিদ্যুৎ ভৌমিক : সদিচ্ছার সঙ্গে অপরিমেয় পরিশ্রমের দৌলতে ক্রীড়া জগতে নিজের নামের প্রতি সুবিচার করে উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রেখে অভাবনীয় সাফল্য তুলে আনা সম্ভব, তা আবারও প্রমাণ করে দেখিয়ে বাহবা কুড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কালনা বাঘনাপাড়া স্টেশন রোডের মল্লিক পাড়ার ৮ বছরের তুখোড় ও লড়াকু ছেলে ত্রিশানজিৎ মন্ডল । গত ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ৯ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কাতা ও ফাইট ইভেন্টে অংশ গ্রহণ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে দুটি বিভাগেই স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে দেশের মুকুটে নয়া পালক সংযোজিত করেছে কালনা বাঘনাপাড়ার ত্রিশানজিৎ ।তার এই জয়জয়কার সাফল্যে বেজায় খুশি ত্রিশানজিতের বাবা মা ও পরিজন।এলাকার বাসিন্দাদের মনে খুশির পরশ। একবাক্যে বলা যায় যে, কালনার সোনার ছেলে ত্রিশানজিৎ কালনার মানুষজনকে গর্বিত করেছে ।
সূত্র মারফৎ জানা যায় যে, ত্রিশানজিৎ কালনার কৃষ্ণদেবপুর উত্তরপাড়া পরেশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পাঠরত। ছোটবেলা থেকেই তার খেলাধুলোর প্রতি অত্যধিক আগ্রহ চোখে পড়ে ।ত্রিশানজিতের বাবা তারক মন্ডল পেশায় একজন রাঁধুনি ।মা লক্ষ্মী মন্ডল আদতে গৃহবধূ হলেও ছেলের খেলার ব্যাপারে উৎসাহিত করে চলেন।তারকবাবু জানান যে, ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে অভূতপূর্ব সাফল্যে খুশি পরিবারের পরিজন ও এলাকার বাসিন্দারা।এর আগেও ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সাফল্য অর্জন করেছে ।তবে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ও এইবার প্রথম বড় সাফল্য পেল।আগামী দিনে এই ক্যারাটে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে আমরা সবসময় ওর পাশে আছি ।
আরও জানা যায় যে, ত্রিশানজিৎ বিগত দেড় বৎসর যাবৎ কালনার কৃষ্ণদেবপুর দেশবন্ধু স্মৃতি সংঘ গ্রামীণ পাঠাগারের প্রশিক্ষক দেবজ্যোতি সেনের অধীনে ক্যারাটেতে মনোনিবেশ করতে আসছে ।ত্রিশানজিতের ক্যারাটে প্রশিক্ষক দেবজ্যোতিবাবু জানালেন যে, ছাত্রের জোড়া স্বর্ণ পদক জয়ের সাফল্যে আমি খুবই খুশি ।আগামী দিনে ও অনেক বড় হোক সেই সাফল্যই কামনা করছি । ত্রিশানজিতের ক্রীড়া সাফল্যে খুশিতে ভরপুর তার মা লক্ষ্মী মন্ডল ।তিনি জানান যে, পড়াশুনার পাশাপাশি ছোট বয়স থেকেই ওর খেলার প্রতি দারুণ ঝোঁক পরিলক্ষিত হয়।সেই খেলাটাকে ও ধরে রেখেছে ।আমরা চাই আগামী দিনে ও এই ক্যারাটেতে আরও অনেক বড় সাফল্য অর্জন করুক। ক্রীড়ামোদী আমজনতা কালনার একরত্তি পুচকে ছেলে ত্রিশানজিতের আগামী দিনে আরও দারুণ সাফল্যের প্রতীক্ষায় দিন গুনছেন ।
ছবি : সংগৃহীত ।

Comments