Yoga

থাইল্যান্ডে যোগাসনে চারটি সোনা জয় করে বিশ্বচ্যাম্পিয়ন বঙ্গতনয়া বর্ষা বেরা, এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকলো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ

ভারতের গৌরব পশ্চিমবঙ্গের উদয়নারায়ন পুর এর বর্ষা বেরা থাইল্যান্ডে যোগাসনে আর্টিস্টিক, ট্র্যাডিশনাল ও মালখম বিভাগে নিজের গ্রুপে প্রথম স্থান অর্জন করে অত্যন্ত পারদর্শীতার সাথে। এবং সকল বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় Champions of Champions রাউন্ড সেখানেও সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে মোট ৪টি গোল্ড মেডেল অর্জন করে ইতিহাস রচনা করেন

সঞ্জয় কুমার দোলুই : বঙ্গতনয়া বর্ষা বেরা হাওড়া জেলার গর্ব যোগাসনে ৪ টি সোনা জয় করে গৌরবান্বিত করলো ভারতবর্ষ কে। ভারতের গৌরব পশ্চিমবঙ্গের উদয়নারায়ন পুর এর বর্ষা বেরা থাইল্যান্ডে যোগাসনে আর্টিস্টিক, ট্র্যাডিশনাল ও মালখম বিভাগে নিজের গ্রুপে প্রথম স্থান অর্জন করে অত্যন্ত পারদর্শীতার সাথে। এবং সকল বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় Champions of Champions রাউন্ড সেখানেও সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে মোট ৪টি গোল্ড মেডেল অর্জন করে ইতিহাস রচনা করেন বঙ্গতনয়া বর্ষা বেরা। শনিবার ২৬ শে জুলাই ২০২৫ এ শুরু হয় থাইল্যান্ডে 2nd Thai cup-2025 ভারতীয় সময় ১:৩০ মিনিটে। বিশ্বের ৮ টি দেশ অংশ নেয় যোগাসন প্রতিযোগিতায়। আটটি দেশের মধ্যে সেরার মুকুট ভারতের সোনার মেয়ে বর্ষা বেরার মাথায়। থাইল্যান্ডের মাটিতে UYC ( Univarsal Yogasana Confedaretion) Yoga Federation of Asia & Yoga-O-Sanaskriti Kala Kendram আয়োজনে 2nd Thai cup-2025 তে যোগাসনে ৪ টি সোনা জয় করে ভারতের সোনার মেয়ে বর্ষা বেরা। এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকলো বিশ্ববাসী। 

ছোটবেলা থেকে যোগাসনের প্রতি গভীর ভালোবাসা ও আগ্রহ ছিল এবং নিয়মিত অভ্যাস,পরিশ্রমই তার  জয়ের একমাত্র সাফল্যের চাবিকাঠি। লক্ষ্যের প্রতি অবিচল থেকে লক্ষ্য পূরন করলেন হাওড়াবাসীর গর্ব বর্ষা বেরা, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রতিভার স্বাক্ষর রাখলেন। বিদেশের মাটিতে জাতীয় পতাকা উড়িয়ে ৪ টি সোনার মেডেল এক ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী। তার এই সাফল্যে উদয়নারায়নপুরে খুশির রোশনাই।

Advertisement