Athletes
অ্যাথলেটিক্সে সাফল্যে বিপুল সম্বর্ধনায় আপ্লুত দিনহাটার সৌরভ সাহা
মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে দিনহাটা ভেটারেন্স স্পোর্টস অ্যান্ড ফিটনেস ক্লাব, বয়েজ রিক্রিয়েশন ক্লাব ও কলামন্দির শিক্ষায়তন এক মহতী অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়

বিদ্যুৎ ভৌমিক : গত ২৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামের আলবামায় অনুষ্ঠিত ২১তম ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস ২০২৫ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখার কারণে ৪×৪০০ মিটার রিলে রেসে ব্রোঞ্জ পদক ও ৪×১০০ মিটার রিলে রেসে স্বর্ণ পদক জয় করার সুবাদে কোচবিহারের দিনহাটার ভূমিপুত্র সৌরভ সাহাকে সম্প্রতি দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে দিনহাটা ভেটারেন্স স্পোর্টস অ্যান্ড ফিটনেস ক্লাব, বয়েজ রিক্রিয়েশন ক্লাব ও কলামন্দির শিক্ষায়তন এক মহতী অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, প্রবীণ শিক্ষক শ্যামল ধর, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, আয়োজক সংস্থার সদস্য গোকুল সরকার, স্বপন সাহা, অর্ঘকমল সরকার, সজল সাহা প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে সৌরভকে উত্তরীয় পরিয়ে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ।বিআরসি-র পক্ষ থেকে সম্পাদক অর্ঘকমল সরকার সৌরভের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দিয়ে সম্মানিত করেন।বিপুল সম্মানে ভূষিত হয়ে সৌরভ জানান যে, দশ বছর আগে দিনহাটা শহরের সংহতি ময়দানে আমার খেলাধুলোর যাত্রা শুরু হয়।সে সময় ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত আমাকে বিভিন্ন ভাবে তালিম দিয়ে উৎসাহিত করে ।আগামীতে দিনহাটা ও দেশকে আরও সম্মান এনে দিতে আমি বদ্ধপরিকর ।সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। প্রত্যুত্তরে ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত বলেন যে, বিশ্ব পুলিশ অ্যাথলেটিক্সে বিভিন্ন দেশকে পিছনে ফেলে ভারতীয় দলের অন্যতম সদস্য সৌরভ যেভাবে ৪০০ মিটার রিলে রেসে সোনার পদক নিয়ে এসেছে, তা ভাবতেই গা শিউরে ওঠে ।ও একদিন আরও বড় জায়গায় পৌঁছবে ।
আয়োজক সংস্থার সদস্য গোকুল সরকার জানান যে, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত দশ বছর আগে সৌরভকে দেখে বুঝতে পেরেছিলেন একদিন ও ইতিহাস তৈরি করবে ।সৌরভ বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা ও ব্রোঞ্জ পদক নিয়ে এসে শুধু দিনহাটা নয়, দেশের সুনাম আরও উজ্জ্বল করল।আমরা ওর পাশে রয়েছি।দিনহাটা পুরসভার পুরমাতা অপর্ণা দে নন্দী তাঁর প্রতিক্রিয়ায় জানান যে, আন্তর্জাতিক মঞ্চে সৌরভ যেভাবে দেশের সম্মান এনে দিয়েছে ও শুধু দিনহাটার গর্ব নয়, ও দেশেরও গর্ব ।এই সম্বর্ধনা অনুষ্ঠানে দিনহাটার অগণিত মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ।
ছবি : সংগৃহীত ।

Comments