Accident

বালি বোঝাই গাড়ির চাকার নিচে চাপা পড়ে পৃথিবী থেকে চির বিদায় ১১ বছরের এক শিশুর !

ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর পোয়াংবাড়ী বাজার সংলগ্ন এলাকায় গতিতে আসা একটি বালি বোঝাই গাড়ির চাকার নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ১১ বছরের এক শিশু

ত্রিপুরা, বিক্রম কর্মকার ১২ ই জুলাই : আজ ১২ ই জুলাই শনিবার দুপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটলো ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর পোয়াংবাড়ী বাজার সংলগ্ন এলাকায়। দ্রুত গতিতে আসা একটি বালি বোঝাই গাড়ির চাকার নিচে চাপা পড়ে এই পৃথিবীতে থেকে চিরতরে বিদায় নিলো ১১ বছরের এক শিশু। নিহত শিশুর পাশে বসে অসহায় জন্মদাত্রী মায়ের দুচোখের জল মাটিতে ফেলে  বুকফাটা আর্তনাদ। নিহত শিশুর নাম রাজেশ দাস ,বয়স ১১, বাবা - নিমাই দাস, বাড়ি মেলাঘর থানাধীন পোয়াংবাড়ী এলাকায়। 

ঘাতক গাড়ি ড্রাইভারকে আটক করছে মেলাঘর থানার পুলিশ। বর্তমানে নিহত শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেলাঘর হাসপাতালে। জানা যায়, দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে TR01F1602 নম্বরের বালি বোঝাই একটি গাড়ি রাস্তার পাশে থাকা ১১ বছরের একটি শিশুর উপর দিয়ে চলে যায় । পরবর্তী সময়ে উত্তেজিত জনতা ঘাতক গাড়িটি ভেঙে তছনছ করে দেয়। ঘাতক গাড়ি চালকের নাম প্রসেনজিৎ দেবনাথ, বাবার নাম মৃত সূর্যকান্ত দেবনাথ, বাড়ি, মেলাঘর থানাধীন বগারবাসা ৫ নং ওয়ার্ড এলাকায়। বর্তমানে এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় মানুষজনের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

Advertisement