Road Accident
ডাম্পার ও স্টেট বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরে
আজ ১১ জুলাই শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী মোহনপুর এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে ডাম্পার ও স্টেট বাসের মুখোমুখি সংঘর্ষ

গঙ্গারামপুর, ১১ ই জুলাই : ডাম্পার ও স্টেট বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য। আজ ১১ জুলাই শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী মোহনপুর এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে ডাম্পার ও স্টেট বাসের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় আহত হয়েছে স্টেট বাসের বেশ কয়েকজন যাত্রী। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। পাশাপাশি ঘাতক বাস ও ডাম্পারটি আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার দুপুরে বালুরঘাট থেকে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। অপরদিকে বুনিয়াদপুর থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল একটি ডাম্পার। সেই সময় ফুলবাড়ি মোহনপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পার ও স্টেট বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে নয়নজুলিতে পড়ে যায় ডাম্পারটি। পাশাপাশি ঘটনায় আহত হয় স্টেট বাসের বেশ কয়েকজন যাত্রী। বিষয়টি স্থানীয়দের নজরে আশতেই আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।বর্তমানে সেখানে চলছে আহতদের চিকিৎসা। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিকের পুলিশ কর্মীরা। পুলিশ ঘাতক বাস ও ডাম্পারটি আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments