Drug trafficker
১ লক্ষ টাকার মাদক সহ আগরতলা জিআরপি ও রেল পুলিশের জালে ঝাড়খণ্ডের জামশেদপুরের কুখ্যাত মহিলা নেশা পাচারকারী!
আগরতলা জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা রেল পুলিশের কর্মীরা মিলে ১ জন কুখ্যাত মহিলা নেশা পাচারকারীকে আটক করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে

ত্রিপুরা, বিক্রম কর্মকার, ১১ই জুলাই : নেশা পাচারকারীরা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে পশ্চিমবঙ্গ, গোয়া, অসম, দিল্লি, মুম্বাই সহ ভারতের বিভিন্ন রাজ্যে নেশা পাচার করার জন্য মহিলাদের ব্যবহার করছে।
আবারও আগরতলা জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা রেল পুলিশের কর্মীরা মিলে ১ জন কুখ্যাত মহিলা নেশা পাচারকারীকে আটক করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে, এবং ধৃত মহিলা নেশা পাচারকারীর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১৫ টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩ কে জি ২৩০ গ্রাম অবৈধ শুকনো গাঁজা। আগরতলা জিআরপি এবং রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা নেশা পাচারকারী জানায় যে, এই অবৈধ শুকনো গাঁজা গুলি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে গোয়া রাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তার ।
আগরতলা জিআরপি থানাতে ধৃত মহিলা নেশা পাচারকারীর বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়েছে। এই মাদক সংক্রান্ত মামলাতে আরো অনেক নেশা পাচারকারী গ্রেফতার হতে পারে বলে শুক্রবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। আজ ধৃত মহিলা নেশা পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। এই অবৈধ শুকনো গাঁজা গুলির গোয়া রাজ্যে বাজার মূল্য ১ লক্ষ টাকা। ধৃত মহিলা নেশা পাচারকারীর নাম - শর্মিলা দেবী (৩৯), বাড়ি - ঝাড়খণ্ডের জামশেদপুরে।

Comments