Drug trafficking

ত্রিপুরা সীমান্ত থেকে ১,৯৫০টি ইয়াবার প্যাকেট উদ্ধার, বিএসএফ-কদমতলা থানার যৌথ অভিযানে এক যুবক গ্রেফতার

ত্রিপুরা সীমান্ত থেকে ১,৯৫০টি ইয়াবার প্যাকেট উদ্ধার, যৌথ অভিযানে এক যুবক গ্রেফতার

যশপাল সিং, ত্রিপুরা : ত্রিপুরার উত্তর জেলা সীমান্তবর্তী ইয়াকুবনগর এলাকায় বিএসএফ এবং কদমতলা থানার পুলিশের যৌথ অভিযানে বড়সড় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে ১,৯৫০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয় এবং এক যুবক জাঁকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 পুলিশ জানিয়েছে, TR05-G-0266 নম্বরের একটি মারুতি সুজুকি SUV তল্লাশি করে ১০ প্যাকেটে রাখা ইয়াবাসহ ধৃত যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য ও গাড়ির আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কদমতলা থানায় মামলা রুজু করা হয়েছে এবং পুরো পাচার চক্রের বিরুদ্ধে আরও তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, ইয়াকুবনগর এলাকার আরও একাধিক মাদকব্যবসায়ী এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্ত চলমান এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ করা হবে।

Advertisement