ত্রিপুরা
খোয়াই সীমান্ত থেকে বিপুল পরিমাণ নকল সূর্য কয়েল জব্দ, বাজারমূল্য প্রায় ₹১.৫ লক্ষ
অবৈধভাবে তোলা ১০ কার্টন (মোট ৩০০ প্যাকেট) নকল সূর্য ব্র্যান্ডের কয়েল আটক করেছে পুলিশ
যশপাল সিং, ত্রিপুরা : খোয়াই সীমান্তবর্তী সিঙ্গিছড়া এলাকায় বুধবার গভীর রাতের অভিযানে বাংলাদেশ থেকে অবৈধভাবে তোলা ১০ কার্টন (মোট ৩০০ প্যাকেট) নকল সূর্য ব্র্যান্ডের কয়েল আটক করেছে পুলিশ। এই সফল তল্লাশি অভিযান নেতৃত্ব দেন এসআই ফ্রান্সিস হলাম ও তাঁর দল। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫০,০০০ টাকা বলে পুলিশ সূত্র জানিয়েছে। পুলিশ জানায়, এই সব কয়েল সীমান্তের বেড়া সংলগ্ন স্থল থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ঢুকানো হচ্ছিল। ঘটনাস্থল থেকে গাড়ি কিংবা পাচারের উদ্দেশ্যপ্রণোদিত সরঞ্জামও কন্ট্রোল করে নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে কোনো গ্রেপ্তারি না হওয়ায় পাচারের সঙ্গে যুক্ত দালাল-চক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয় জনগণের মতে, “সীমান্তঘেষা এলাকায় নকল পণ্য ও পাচারের চেষ্টা নিয়মিতভাবে দেখা যায়। আমাদের নজরদারি ও অভিযান আরও তীব্র করা হচ্ছে—তাই আজকের মতো এমন একটা অভিযান সম্ভব হয়েছে।” সীমান্তবর্তী খোয়াই অঞ্চলে নকল ও অবৈধ পণ্যের মজুত ও পাচার প্রতিহত করতে পুলিশ-সশস্ত্র বাহিনীর যৌথ তল্লাশি অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

Comments