ত্রিপুরা

অপরাধীর শেষ ঠিকানা জেল! কৈলাশহরে ওসি তাপস মালাকারের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরপর ধর্ষনের দায়ে যুবক গ্রেফতার

মানসিক ভারসাম্যহীন অসহায় মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে অবশেষে গ্রেফতার

যশপাল সিং, ত্রিপুরা : এক মানসিক ভারসাম্যহীন অসহায় মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হল কৈলাশহর থানার ভারপ্রাপ্ত ওসি তাপস মালাকার।

ঘটনার বিবরণে জানা যায়, ১৮ই সেপ্টেম্বর দুপুরে বিশিষ্ট সমাজসেবক দিলওয়ার হোসেন খান জাকির এক লিখিত অভিযোগ জমা দেন মহিলা থানায়। তাঁর সঙ্গে ছিলেন হাছিব আলী, কৈলাসহর বার লাইব্রেরীর কর্মীসহ আরও কয়েকজন সমাজকর্মী ও আদালত চত্বরের ব্যবসায়ীরা। অভিযোগে উল্লেখ করা হয়, কৈলাসহর কোর্টের পাশের তাজ হোটেলের দ্বিতীয় তলার বারান্দায় রাত কাটানো এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে এক যুবক টানা কয়েকদিন ধর্ষণ করে আসছে। তাজ হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত গুলজার হোসেনের টিফিনের দোকানের সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে এই নৃশংস দৃশ্য।

অভিযোগ পাওয়ার পরপরই নড়ে চড়ে বসে কৈলাসহর থানার পুলিশ। ওসি তাপস মালাকারের নেতৃত্বে বিশেষ টিম দ্রুত তদন্ত শুরু করে। টানা নজরদারি, কৌশলগত পদক্ষেপ ও সমন্বিত অভিযান চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম সুমন পাল, সে কৈলাসহর বৌলাবাশা এলাকার বাসিন্দা। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ সংক্রান্ত কড়া ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। এই গ্রেফতার কেবল একজন অপরাধীর পতন নয়, বরং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার দৃপ্ত ঘোষণা বলে মনে করছেন জনসাধারণ।

Advertisement