বৃষ্টিপাত
আকাশ ভাঙ্গা বৃষ্টি! জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, কতদিন চলবে বর্ষণ?
এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে আলিপুরে ৪৫ মিলিমিটার, কাঁকুড়গাছিতে ৮০ মিলিমিটার, সল্টলেক এবং নিউ টাউনে ৮৮ মিলিমিটার, ব্যারাকপুরে ৯৩ মিলিমিটার, উত্তর কলকাতার শ্যামবাজারে ৭৭ মিলিমিটার।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা। ৭ই জুলাই ২০২৫। রাজ্যে বর্ষা ঢুকে গিয়েছে অনেক আগেই। বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর তাতেই নাজেহাল জনজীবন। রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গাতেই জমা জলের কারণে ব্যহত হচ্ছে যান চলাচল। অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ পথচারীদের। জল জমে আছে আমহার্স্ট স্ট্রিট এলাকাতেও। ম্যানহোল খুলে জল নামানোর চেষ্টা চলছে। মূলত নিম্নচাপের বৃষ্টির জন্যই এই অবস্থা বলে জানা গিয়েছে।
অন্যদিকে, সারারাত টানা বৃষ্টির জেরে জল থৈ থৈ করছে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং ডানলপগামী লেনের অধিকাংশ এলাকা। হাঁটু জল ঠনঠনিয়াতেও। মুক্তারাম বাবু স্ট্রিটে ফুটপাথে উঠে গিয়েছে জল। প্রবল বৃষ্টিতে ভাসছে মানিকতলা থেকে যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির কারণে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটছে। ব্যারাকপুর স্টেশন, হাবড়া শাখায় গুমা স্টেশনে, টিটাগর স্টেশনে, বারাসত স্টেশনে জল জমে রয়েছে।
এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে আলিপুরে ৪৫ মিলিমিটার, কাঁকুড়গাছিতে ৮০ মিলিমিটার, সল্টলেক এবং নিউ টাউনে ৮৮ মিলিমিটার, ব্যারাকপুরে ৯৩ মিলিমিটার, উত্তর কলকাতার শ্যামবাজারে ৭৭ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও, তবে অপেক্ষাকৃত কম।

Comments