PROBA-3

প্রোবা থ্রি (PROBA - 3) এর সফল উৎক্ষেপণ সফলতার মুকুটে নতুন পালক

অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহ প্রোবা থ্রি (PROBA - 3) এর সফল উৎক্ষেপণ।

আজ ৫ ই ডিসেম্বর বৃহস্পতিবার, বিকেল চারটে চার মিনিট নাগাদ অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হলো প্রোবা থ্রি-এর। কৃত্রিম উপগ্রহ প্রোবা থ্রি, সূর্যকে নিয়ে গবেষণার কারণে মহাশূন্যে পাড়ি দিল আজ। কৃত্রিম উপগ্রহ প্রোবা থ্রি কে নিয়ে নির্দিষ্ট কক্ষপথে আজ বিকেল নাগাদ পাড়ি দিল ইসরোর পিএসএলভি রকেট।

প্রোবা থ্রি (PROBA - 3) এর সফল উৎক্ষেপণ

কৃত্রিম উপগ্রহ প্রোবা থ্রি এর উৎক্ষেপণ গতকাল অর্থাৎ বুধবার ৪ ই ডিসেম্বর হওয়ার কথা ছিল কিন্তু কিছু যান্ত্রিক গোলযোগের কারণে শেষ মুহূর্তে উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ইউরোপীয় মহাকাশ সংস্থার তৈরি এই কৃত্রিম উপগ্রহকে অন্ধ্রপ্রদেশের রকেট উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের এক নম্বর লঞ্চপ্যাড থেকে সঠিক সময়ে সফল উৎক্ষেপণ করা হলো। 

পিএফএলভি এর ৬১ তম সফল উড়ান

কৃত্রিম উপগ্রহ প্রোবা থ্রি এর উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে ভারতীয় রকেট পিএফএলভি তার ৬১ তম উড়ান সফলতার সঙ্গে উৎক্ষেপণ করল। কৃত্রিম উপগ্রহ প্রোবা থ্রি, যে রকেটে করে মহাশূন্যে পাড়ি দিল সেই রকেটের এর দৈর্ঘ্যের মাপ ৪৪.৫ মিটার এবং ওজন প্রায় তিনশো কুড়ি টন। আর এর মধ্যে দুটি মহাকাশযান রয়েছে। যে দুটি মহাকাশযান মিলিয়েই তৈরি হয়েছে কৃত্রিম উপগ্রহ প্রোবা থ্রি। ইসরো জানিয়েছে - এটি ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত্ব 'নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড' এর ব্যবস্থাপনায় মহাশূন্যে মাত্র 26 মিনিট ওড়ার পর উপগ্রহটিকে মহাকাশে স্থাপন করবে ভারতীয় এই রকেট। 

উপগ্রহে রয়েছে দুটি মহাকাশযান

এই উপগ্রহে থাকা দুটি মহাকাশযান এর নাম হল - করোনাগ্রাফ এবং অকাল্ট, আর এই দুটি মহাকাশযান সূর্যকে পর্যবেক্ষণ করবে। আর পূর্ণ সূর্যগ্রহণ হওয়ার সময় সূর্যের যে ছটা বা কিরণ দেখা যাবে সেই ছবি তুলবে মহাকাশে পাঠানো এই দুটি মহাকাশযান।