Pahalgam Attack
২৬ পর্যটকের রক্তে রক্তাক্ত কাশ্মীর, সেলিব্রেশনের জন্য কেক অর্ডার দিল্লির পাক হাই কমিশনের!!??
একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে - জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর, তবে সেই সময়েই কিসের সেলিব্রেশন চলছে পাক হাইকমিশনে?

ভূস্বর্গ কাশ্মীর আর সেই ভূস্বর্গ জঙ্গি হামলায় রক্তাক্ত। বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। ভূস্বর্গ কাশ্মীরে ২৬ জন হিন্দু পর্যটকের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। আর সেই শোকস্তব্ধ সময়ে দিল্লির পাক হাইকমিশনে কিসের সেলিব্রেশন? কেন পাক হাই কমিশন থেকে কেকের অর্ডার করা হয়েছে?
কেক অর্ডার করে পাক হাইকমিশনে কিসের সেলিব্রেশন?
জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরে ২৬ জন পর্যটক এর মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়। আর সেই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। তবে সেই সময়েই দিল্লিতে থাকা পাক হাইকমিশনে কিসের সেলিব্রেশন চলছে? কেন পাক হাইকমিশন থেকে কেকের অর্ডার করা হয়েছে? এই কেকের অর্ডার কে বা কারা দিয়েছেন? এইসব প্রশ্নের উত্তর এখনও অধরা!
পাক হাই কমিশন কেন কেক অর্ডার করেছে? কোথা থেকে এই কেক অর্ডার করা হয়েছে বা কোথা থেকে এই কেক আনা হয়েছে? এবং কি উদ্দেশ্যে এই কেক দিল্লিতে থাকা পাক হাইকমিশনের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল? - এই ধরনের একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছে দেশ
জঙ্গি হামলায় ভূস্বর্গ রক্তাক্ত হওয়ার পর, পাক হাই কমিশনে অর্ডার করা একটি কেক নিয়ে যাওয়া হচ্ছে - এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তবে সেই ভিডিওতে কেক হাতে যাকে দেখা যাচ্ছে তিনি পাক হাই কমিশনে কর্মরত কিনা অথবা কেন বা কি উদ্দেশ্যে এই কেক কারা, কোথা থেকে, কেন অর্ডার করেছে তার উত্তর মেলেনি ওই ব্যক্তির থেকে। তবে এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছে দেশবাসী।
জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ তবে পহেলগামে জঙ্গি হামলার পর ভারত একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে অন্যতম হলো -
১) সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে।
২) আত্তারি সীমান্ত অবিলম্বে বন্ধ করা হয়েছে।
৩) পাকিস্তানিদের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৪) দিল্লিতে থাকা পাকিস্তানি হাইকমিশনের একাধিক কূটনৈতিক বিশেষজ্ঞদের "অবাঞ্ছিত" ঘোষণা করা হয়েছে এবং তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৫) এছাড়া ভারতও ইসলামাবাদ থেকে তাঁদের সমস্ত কূটনৈতিক উপদেষ্টাদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে।
মুখ খোলেননি ভাইরাল ভিডিওর ওই ব্যক্তি!
২৬ জন পর্যটকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ আর সেই সময়েই একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে - একজন ব্যক্তি ও তার হাতে একটি কেকের বাক্স। সেই কেকের বাক্সটি কেন অর্ডার করা হয়েছে? কে অর্ডার করেছে? কোন্ উদ্দেশ্যে অর্ডার করা হয়েছে? কিসের সেলিব্রেশন এর জন্য কেক অর্ডার করা হয়েছে? ওই ব্যক্তি (কেক হাতে) পাকিস্তানি হাইকমিশনের কর্মী কিনা? - ইত্যাদি বিভিন্ন প্রশ্ন উঠেছে সেই ভাইরাল ভিডিও কে ঘিরে। যদিও ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গেছে তাকে ঘিরে ধরে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেলেও তিনি কোনো প্রশ্নেরই উত্তর দেননি সাংবাদিকদের এবং তিনি সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন ও পালিয়ে গিয়েছেন।
Comments