India - Pakistan
পাকিস্তানের বিরুদ্ধে আর কোন্ কোন্ ক্ষেত্রে নেওয়া হলো কড়া পদক্ষেপ? কোন্ কোন্ ক্ষেত্রে জারি হল নিষেধাজ্ঞা?
পাকিস্তান থেকে সমস্ত রকম পণ্য আমদানি এবং ডাক যোগাযোগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করল ভারত সরকার।

পেহেলগাঁও-এ ২৬ জন হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছে জঙ্গিরা, আর সেই হত্যা লীলায় মদত দিয়েছে পাকিস্তান। আর তারপরেই ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। ভারতে থাকা সব পাকিস্তানিকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে এবং তাঁদের ভিসা বাতিল করা হয়েছে। আর এবার পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ আরও জোরদার করতে পাকিস্তান থেকে সমস্ত রকম পণ্য আমদানি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করলো ভারত সরকার।
পাকিস্তান থেকে সমস্ত রকম পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত
পেহেলগাঁও হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে একমাত্র বাণিজ্য কারিডর ওয়াঘা-আটারি সীমান্ত ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সমস্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ভারত। আর তারপর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে নেমেছিল ধস। আর এবার পেহেলগাঁও হত্যার পর ভারত সরকার পাকিস্তান থেকে আসা সমস্ত পণ্য আমদানি করা পুরোপুরি বন্ধ করে দিল।
ভারতীয় বন্দরে পাক জাহাজ প্রবেশেও জারি নিষেধাজ্ঞা
পাকিস্তান থেকে পণ্য আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো ভারত সরকারের তরফ থেকে। শুধু তাই নয় তার সঙ্গে ভারতীয় বন্দরে পাকিস্তানের জাহাজ প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হলো। তার সঙ্গে সঙ্গে ভারতীয় কোন জাহাজ পাকিস্থানের কোনো বন্দরে যাবে না। এছাড়া পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণভাবে ডাক যোগাযোগও বিচ্ছিন্ন করলো ভারত সরকার।
জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার জারি নিষেধাজ্ঞা
পাকিস্তানের থেকে সমস্ত রকম পণ্য আমদানি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করল ভারত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বৈদেশিক বাণিজ্য নীতিতে এক নতুন ধারা যুক্ত করে বলেছে - পাকিস্তান থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষ যেকোনো পণ্য আমদানির ক্ষেত্রে তা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং পুনরায় এই বাণিজ্য নীতির বদল না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ভারত সরকার জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার জন্য নিয়েছে বলে জানানো হয়েছে।
পাকিস্তান থেকে আকাশ বা সড়কপথে আসবেনা কোনো চিঠি বা পার্সেল
এছাড়া ভারত সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, - পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণভাবে ডাক যোগাযোগও বিচ্ছিন্ন করল ভারত সরকার। পাকিস্তান থেকে সড়কপথে বা আকাশ পথে আর কোনো চিঠি বা পার্সেল আসবে না ভারতে এবং ভারত থেকেও কোনো চিঠি বা পার্সেল পাকিস্তানে যাবে না অর্থাৎ পুরোপুরিভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ভারত। পাকিস্তান একদিকে শান্তির আর্জি জানাচ্ছে এবং অপরদিকে তারা ভারতীয় সীমান্তে বিনা প্ররোচনায় জঙ্গি কার্যকলাপ করে যাচ্ছে। ইতিমধ্যেই প্রমাণ মিলেছে পহেলগাঁও জঙ্গি হামলায়, প্রাক্তন এক পাক সেনার সরাসরি যোগাযোগ রয়েছে। যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে এবং পুরোপুরি এর দায় ভারত সরকারের ওপর তারা চাপিয়ে দিচ্ছে।

Comments