৭৯ তম স্বাধীনতা দিবস
৭৯ তম স্বাধীনতার অমৃতযোগে ঐক্য ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, "ঐক্য আর পরিশ্রমই ভারতের ভবিষ্যৎ লিখবে।" কলকাতায় মমতা জানান, "বাংলা ঐক্যের দিশারি, দেশকে সম্প্রীতির পথ দেখাবে।"
সঞ্জনা সমাদার,১৫ ই আগস্ট, ২০২৫: দেশজুড়ে গর্ব ও আবেগের আবহে পালিত হচ্ছে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পথ পেরিয়ে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করেছিল ভারত। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিকে সামনে রেখেই আজ ভোর থেকে শুরু হয়েছে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক কর্মসূচি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে লালকেল্লার প্রাচীর থেকে জাতিকে উদ্দেশ্য করে ভাষণ দেন। রাজধানীতে প্রধানমন্ত্রী বলেন, "ঐক্য আর পরিশ্রমই ভারতের ভবিষ্যৎ লিখবে।" কলকাতায় মমতা জানান, "বাংলা ঐক্যের দিশারি, দেশকে সম্প্রীতির পথ দেখাবে।" তিনি স্বাধীনতার শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আগামী দিনের উন্নয়ন ও ঐক্যের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। সম্প্রতি,' অপারেশন সিঁদুর ' - র পর প্রথম স্বাধীনতা ছিল সন্ত্রাস পরাজয়ের উচ্ছ্বাসে মুখর। প্রধানমন্ত্রীর ভাষণে সন্ত্রাসবাদ, প্রযুক্তিগত উন্নয়ন, কৃষি ও শিল্প খাতের অগ্রগতি, এবং যুবশক্তির ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একইসাথে কলকাতার রেড রোডে রাজ্যের তরফে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শান্তি, সম্প্রীতি ও সাম্প্রদায়িক ঐক্যের বার্তা দিয়ে বলেন, “বাংলা সব সময় দেশকে ঐক্যের পাঠ দিয়েছে, ভবিষ্যতেও সেই পথেই চলবে।” পাশাপাশি শহিদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ও যুবসমাজকে দেশগঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান ।
দিনভর রাজ্য ও দেশজুড়ে চলেছে প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক কর্মসূচি। বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, গান ও নাটকের মধ্য দিয়ে স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দেশপ্রেমের শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বার্তা।স্বাধীনতার এই ৭৯ বছরে দেশ অনেক দূর এগিয়েছে। তবে আজকের দিনটি মনে করিয়ে দেয়—স্বাধীনতা রক্ষার সঙ্গে সঙ্গে উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতির দায়িত্বও সমানভাবে আমাদের

Comments