Balochistan Train Hijack

পাকিস্থানে ৫০০ যাত্রীসহ ট্রেন হাইজ্যাক করল জঙ্গি সংগঠন BLA

রেল লাইনে বিস্ফোরক রেখে ৫০০ যাত্রীসহ ট্রেন হাইজ্যাক করল জঙ্গি সংগঠন বিএলএ, শতাধিক মানুষ পণবন্দী।

বালুচিস্থানে দীর্ঘদিন ধরে একাধিক জঙ্গি সংগঠন তাদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন জঙ্গি সংগঠন, সরকারি এজেন্সি এবং সেনাদের বিরুদ্ধে তাঁদের জঙ্গি কার্যকলাপ চালায়। জঙ্গিগোষ্ঠী গুলি সরকারের থেকে গ্যাস এবং প্রাকৃতিক সম্পদের ভাগ নিতে চায় এবং তাঁরা বায়ুচিস্তানের স্বাধীনতাও দাবি করে। বালুচিস্থানের একটি জঙ্গি সংগঠন BLA রেললাইনে বিস্ফোরক রেখে ৫০০ যাত্রীসহ একটি ট্রেন হাইজ্যাক করল। জঙ্গি সংগঠন BLA হুঁশিয়ারি দিয়ে বলেছে পণ বন্দীদের উদ্ধার করার জন্য যদি পাক সেনা অভিযান চালায় তাহলে পণবন্দীদের প্রাণে মেরে ফেলা হবে। 

পাকিস্থানে ৫০০ যাত্রীসহ ট্রেন হাইজ্যাক

মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানের বোলান জেলায় একটি বিচ্ছিন্নতাকামি সংগঠন বি এল এ (BLA) ৫০০ যাত্রীসহ একটি ট্রেন হাইজ্যাক করল। যদিও এই BLA সংগঠনকে পাক সরকার জঙ্গি সংগঠন হিসেবেই দেখে। এই জঙ্গি সংগঠন BLA, ৫০০ যাত্রীর মধ্যে শতাধিক যাত্রীকে পণবন্দী করে রেখেছে। পণবন্দী যাত্রীদের মধ্যে সাধারণ মানুষ ও পাক সেনা রয়েছে বলেই সূত্র অনুযায়ী জানা যায়।

পণবন্দীদের প্রাণে মেরে ফেলার হুমকি জঙ্গিদের

৯ টি বগি নিয়ে Jaffar Express (ট্রেন) বালুচিস্থানের কোয়াটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। আর সেই সময়ই জঙ্গি গোষ্ঠী বিএলএ হাইজ্যাক করে ট্রেনটিকে। ট্রেনের যাত্রীদেরকে পণবন্দী করেছে জঙ্গিরা এবং যদি পনবন্দীদের উদ্ধারের জন্য পাক সেনা অভিযান চালায় তাহলে সকলকে প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গিরা। অর্থাৎ পাক সেনা যদি পনবন্দীদের উদ্ধার করার চেষ্টা করে, তাহলে জঙ্গিরা গোটা ট্রেনটিকেই উড়িয়ে দেবে বলে হুমকি দিয়েছে।

রেললাইনে বিস্ফোরক রেখে হাইজ্যাক ট্রেন

পাকিস্তানে জাফর এক্সপ্রেস কে হাইজ্যাক করেছে জঙ্গিরা, যে ট্রেনটি নটি বগি নিয়ে পাকিস্তানের বালুচিস্থানের কোয়াটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। ট্রেনটিকে হাইজ্যাক করে পণবন্দী করেছে যাত্রীদের। এই ঘটনায় ট্রেনচালক আহত হয়েছেন বলেও সূত্র অনুযায়ী জানা যায়। 

ট্রেন লাইনে বিস্ফোরক পদার্থ রেখে নটি বগীর ট্রেন জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করেছে জঙ্গিরা, যে ট্রেনটি বালুচিস্থানের কোয়াটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। যাত্রীদের পণ বন্দী করে রেখেছে জঙ্গিরা। পণবন্দী যাত্রীদের মধ্যে রয়েছে পুলিশ, আন্টি টেরিজম ফোর্স, পাকিস্তানি সেনা, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এর মানুষরা এছাড়া রয়েছেন বেশ কিছু সাধারন মানুষ। পণ বন্দীদের উদ্ধার করার জন্য যদি পাক সেনা অভিযান চালায় তাহলে সমস্ত পণবন্দীদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী BLA।

Advertisement