India Pakistan
তথ্য হাতানোর চেষ্টায় ভারতীয় সেনার ওয়েবসাইটে পাক সাইবার হানা! গোপন তথ্য কি তবে ফাঁস হয়ে গেল?
ভারতীয় সেনার গোপন তথ্য হাতানোর জন্য ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইটে পাক সাইবার হানা!

পেহেলগাঁওয়ে ২৬ জন হিন্দু পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছে পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা। আর এই ন্যক্কারজনক ঘটনার পর ভারত, পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে। ভারত, রদ করে দিয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি, এমনকি ভারতে থাকা সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানের ওপর আরও চাপ বাড়াতে সমস্ত রকম পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এমনকি দুই দেশের মধ্যে ডাক যোগাযোগ নিষিদ্ধ করেছে ভারত সরকার। তবে এমত অবস্থাতেও পাকিস্তান বিভিন্ন জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে আর সেই আবহেই ভারতীয় সেনার ওয়েবসাইটে হামলা চালালো পাক হ্যাকাররা।
ভারতীয় সেনার ওয়েবসাইটে পাক সাইবার হানা
পাকিস্তানের একটি হ্যাকার সংগঠন ভারতের সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে, আর সেই সাইবার হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানের মদত। পাকিস্তানের মদত পুষ্ট সেই হ্যাকার সংগঠনের নাম 'IOK হ্যাকার'। যদিও এই পাকিস্তানি হ্যাকার সংগঠনের সাইবার হানায় ভারতীয় সেনার ওয়েবসাইটের কোনরকম তথ্য ফাঁস হয়নি। এই হ্যাকার সংগঠনটি ভারতীয় সেনার ওয়েবসাইটে হানা দিয়ে একাধিক সামরিক তথ্য হাঁটানোর চেষ্টা করেছিল, যদিও ভারতীয় প্রযুক্তিবিদদের বহুস্তরীয় সাইবার সুরক্ষার কারণে পাকিস্তানি হ্যাকার সংস্থাটি কোনো রকম তথ্য হাতাতে পারেনি।
সুরক্ষিত রয়েছে ওয়েবসাইট, ফাঁস হয়নি কোনো তথ্য
পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, তবে পাকিস্তান তাদের জঙ্গি কার্যকলাপ থেকে এখনো সরে আসেনি। তারা অবিরাম মদত দিয়ে চলেছে জঙ্গি কার্যকলাপে। আর সেই আবহে ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইটে পাক হ্যাকাররা হামলা চালালো। তবে ভারতের সামরিক তথ্য নিরাপদ রাখতে ভারত সরকারের তরফ থেকে জরুরী ব্যবস্থা নেওয়া হয়েছে আর সেই নিরিখেই ভারতীয় সেনার একটি ওয়েবসাইটকে সাময়িকভাবে অফলাইন রাখা হয়েছে। এবং সেনা সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানি হ্যাকারদের সাইবার হানায় ভারতীয় সেনার কোন ওয়েবসাইটের গোপন তথ্য ফাঁস হয়নি। এবং ওয়েবসাইটগুলি সুরক্ষিত রয়েছে।
তথ্য হাতানোর দাবি কে নস্যাৎ করে দিয়েছে ভারতীয় সেনা
ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইটে পাক হ্যাকাররা হানা দিয়েছে। এছাড়া 'পাকিস্তানী সাইবার ফোর্স' তাঁদের এক্স হ্যান্ডেলে দাবি করেছে যে তাঁরা 'ভারতীয় মেলেটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস' এবং 'মনোহর পারি কর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ এন্ড এনালাইসিসের' বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। পাক সাইবার হ্যাকাররা আরও দাবি করেছে যে, তাঁরা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা 'আর্মড ভেকেল্স নিগম লিমিটেড' এর ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে। যদিও এই ওয়েবসাইটটিকে পাক হ্যাকারদের সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করতে ভারতীয় প্রযুক্তিবিদরা সাময়িকভাবে এই ওয়েবসাইটটিকে অফলাইন রেখেছেন। পাক হ্যাকাররা ভারতীয় গোপন তথ্য হাতিয়ে নিতে পেরেছে - এই দাবিকে নস্যাৎ করে দিয়ে ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে যে, ভারতীয় সেনার সমস্ত তথ্য সুরক্ষিত রয়েছে।
ভারতীয় সাইবার সুরক্ষা ভেদ করতে ব্যর্থ পাক হ্যাকাররা
এর আগেও বহুবার ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইট পাক হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করেছে। এর আগে পাকিস্তানি হ্যাকাররা 'ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেসমেন্ট অর্গানাইজেশনের পোর্টাল' এবং 'আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন' এর পোর্টাল হ্যাক করার চেষ্টা করেছিল। যদিও তা ভারতীয় প্রযুক্তিবিদদের সাইবার সুরক্ষার ভেদ করে হ্যাক করতে পারেনি। আসলে পাক হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইট গুলিকে বিকৃত করার এবং ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা একাধিক বার করেছে তবে তা ভারতীয় প্রযুক্তিবিদদের সাইবার সুরক্ষাকে ভেদ করতে বারবার ব্যর্থ হয়েছে।

Comments