West Bengal

মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু ৩ শিশুর, মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার

গ্রামের একটি পুকুরে ভেসে উঠলো তিনজন শিশুর দেহ, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

পুকুরে ভেসে উঠেছিল মরা মাছ, আর সেই মরা মাছ ধরতে গিয়েই জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। মর্মান্তিক এই মৃত্যু ঘটেছে বীরভূম জেলার নলহাটি থানার বারা গ্রামে। পুকুরে প্রচুর পরিমাণে মরা মাছ ভেসে উঠেছিল আর সেই মরা মাছ পুকুরের জল থেকে তুলতে গিয়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয় - এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

মরা মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু

বীরভূম জেলার নলহাটি থানার বারা গ্রামে একটি পুকুরে মরা মাছ ভেসে উঠেছিল, আর সেই মরা মাছ ধরতে গিয়ে বা জল থেকে মরা মাছ তুলতে গিয়ে সেই পুকুরের জলে ডুবে মারা গেল তিন শিশু। এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমেছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছান প্রশাসনিক কর্মকর্তারা। 

পা পিছলে জলে পড়ে যায় তিন শিশু

নলহাটি থানার বারা গ্রামে অবস্থিত উত্তর টারহাট পাড়ার একটি দিঘি আর সেই দিঘিরপাশেই একটি পুকুরের জলে বেশ কিছু মরা মাছ ভেসে উঠেছিল। সেই পুকুরের ধারে চার জন শিশু দুপুর ১২ টা নাগাদ গিয়েছিল। এবং পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে তারা সেগুলিকে জল থেকে তোলার জন্য পুকুরের জলের খুব কাছাকাছি যায় এবং পা পিছলে পুকুরের জলে পড়ে যায়। যে তিনজন পা পিছলে পুকুরের জলে পড়ে গিয়েছিল তারা কেউ সাঁতার জানতো না, তাই তারা জলে ডুবে যায়। তবে তাদের সঙ্গে থাকা আরও একটি শিশু এই ঘটনাটি দেখে দ্রুত বড়দের খবর দেয়। খবর পেয়ে বড়রা সেই পুকুরের ধারে ছুটে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তিন শিশুকে আর বাঁচানো সম্ভব হয়নি।

মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া 

ঘটনাস্থলে যখন বড়রা গিয়ে পৌঁছায় তখন দেখা যায় ওই তিন শিশু জলের মধ্যে ভাসছে। দ্রুত ওই তিন শিশুকে উদ্ধার করে লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্রে ওই তিন শিশুকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রশাসনিক কর্মকর্তারা পৌঁছান।

মৃত তিন শিশুর পরিচয়

এই দুর্ঘটনায় তিনজন শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে - নাসরিন খাতুন, তামিম শেখ, নূরানী খাতুন। যাদের বয়স যথাক্রমে - চার বছর, আট বছর এবং পাঁচ বছর। তামিম শেখ, মুর্শিদাবাদ জেলার বোকরা গ্রামের বাসিন্দা, যে কয়েকদিন আগেই তার দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে। নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য 'রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল'- এ পাঠিয়েছে।