WB Weather Report

রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ! কবে থেকে কমবে তাপমাত্রা? কবে নামবে স্বস্তির বৃষ্টি?

কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। এই তীব্র তাপপ্রবাহ থেকে কবে মিলবে মুক্তি? কবে নামবে স্বস্তির বৃষ্টি?

রাজ্যের প্রতিটি জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ কবে কমবে? কবে নামবে স্বস্তির বৃষ্টি? কি বলছে আবহাওয়া দপ্তর? - সেই দিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী দুদিন তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছাড়িয়ে গিয়েছে। তবে কি তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে? কবে মিলবে কাঙ্খিত স্বস্তির বৃষ্টি! 

হাঁসফাঁস গরম থেকে কবে মিলবে স্বস্তির বৃষ্টি?

দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। আর সেই তাপপ্রবাহে পুড়ছে বঙ্গবাসী, ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছাড়িয়েছে। আগামী দু'দিনে তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী দুদিন একই রকমই তীব্র তাপপ্রবাহ চলবে। আর তারপরেই এই হাঁসফাঁস গরম থেকে স্বস্তি মিলতে পারে।

রবিবার থেকেই কি নামবে স্বস্তির বৃষ্টি? 

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে যে, আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নামবে স্বস্তির বৃষ্টি। সেই স্বস্তির বৃষ্টিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলা ভিজবে আর সেই বৃষ্টিতেই তীব্র তাপপ্রবাহ কমবে। হাঁসফাঁস গরম থেকে কিছুটা স্বস্তি পাবে রাজ্যবাসী।

দক্ষিণবঙ্গে জারি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা  

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে - আগামী রবিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি হবে। তবে রবিবারের আগেই অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে বৃষ্টি হতে পারে।। তবে আগামী রবিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া 

আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী রবিবার এবং সোমবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং তার সঙ্গে সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। তবে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক বজ্রপাতের সর্তকতা জারি করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন - উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে এবং ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

আগামী দুদিন তীব্র তাপপ্রবাহে জারি কমলা সর্তকতা

স্বস্তির বৃষ্টিতে বঙ্গবাসী ভেজার আগে হাঁসফাঁস গরমে কষ্ট পাবে আগামী দুদিন। অর্থাৎ আগামী দুদিন রাজ্যে তীব্র তাপ প্রবাহ জারি থাকবে। ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ এর গণ্ডি ছাড়িয়েছে, যা আরও বাড়তে পারে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। তীব্র তাপপ্রবাহ চলবে - ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে, যার কারণে এই জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ইত্যাদি জেলাগুলির কিছু অংশে আগামী শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হওয়ার আগে তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। তবে আগামী রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির বৃষ্টি নামলে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রার পারদ কমতে পারে।

Advertisement