WB Weather Report

তীব্র দাবদাহে পুড়ছে বাংলা, তারই মধ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের!! কোন্ কোন্ জেলা ভিজতে চলেছে স্বস্তির বৃষ্টিতে?

তীব্র দাবদাহের মাঝে আবারও বৃষ্টির পূর্বাভাস! সেই পূর্বাভাস অনুযায়ী কোন্ কোন্ জেলা ভিজতে চলেছে স্বস্তির বৃষ্টিতে?

এপ্রিল মাসের শুরু থেকেই রাজ্যে বাড়ছে গরম। তীব্র তাপে পুড়ছে গোটা রাজ্য। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস ছিল। যদিও সেই কাঙ্খিত ঝড়-বৃষ্টি তেমনভাবে কোথাও হয়নি। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কবে হবে স্বস্তির বৃষ্টি?

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্ন চাপের প্রভাবে এই রাজ্যের আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। ঘনীভূত নিম্ন চাপের জেরে এই রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি বৃষ্টি হবে, আর বৃষ্টির পরিমাণ শুক্রবার থেকে বাড়তে পারে। তবে বৃষ্টি চলবে টানা রবিবার পর্যন্ত।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আবহাওয়ার পরিবর্তন

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, যা বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় তা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে এবং সে-টি ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘনীভূত হয়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।

কোন্ কোন্ জেলা ভিজতে চলেছে স্বস্তির বৃষ্টিতে? 

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১০ই এপ্রিল কলকাতা এবং তৎসংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা কাঙ্খিত বৃষ্টিতে ভিজতে পারে। অর্থাৎ আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। আর সেই বৃষ্টি চলবে টানা রবিবার পর্যন্ত।

বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০-৫০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া

নিম্নচাপের জেরে আগামী শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড় বৃষ্টির কারণে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে।

বৃষ্টির পর তীব্র দাবদাহে আবারও কি পুড়বে বাংলা?

উত্তরবঙ্গের জেলাগুলি যেমন - কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে। এই সপ্তাহে বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কমলেও এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Advertisement