WB Weather Report

কোন্ কোন্ জেলা ভিজবে স্বস্তির বৃষ্টিতে? ১লা এপ্রিল থেকেই কি ঘটবে আবহাওয়ার পরিবর্তন?

প্রচন্ড দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, আর সেই গরম থেকে কবে মিলবে মুক্তি? কোন্ কোন্ জেলা ভিজবে স্বস্তির বৃষ্টিতে?

এপ্রিল মাসের প্রথম দিন থেকেই এই রাজ্যের আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন ঘটবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে ইঙ্গিত মিলেছে। অর্থাৎ আগামী সপ্তাহেই প্রচন্ড গরম থেকে কিছুটা মুক্তি মিলতে পারে রাজ্যবাসীর।

রাজ্যের বেশ কিছু জেলায় হতে পারে স্বস্তির বৃষ্টি 

মার্চ মাসে দারুন গরমে নাজেহাল রাজ্যবাসী। অর্থাৎ গরমের শুরুতেই নাজেহাল সাধারণ মানুষ। তবে এপ্রিল মাসের প্রথম দিন থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই রাজ্যে আবারও গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস যে, আগামী বুধবার থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। 

 ঘূর্ণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

তামিলনাড়ু থেকে ছত্রিশগড় পর্যন্ত অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা আর সেই অক্ষরেখা অবস্থানের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই রাজ্যে। তাছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ওড়িশা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।

আগামী বুধবার পশ্চিমের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

আগামী বুধবার থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সেই কারণেই আগামী মঙ্গলবার থেকে এর রাজ্যের আবহাওয়া বেশ কিছুটা পরিবর্তন হতে পারে। তবে আগামী সপ্তাহে গরম থেকে কিছুটা স্বস্তি পেলেও আবারও তাপমাত্রার পারদ বাড়তে পারে। এই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তবে আগামী বুধবারে পশ্চিমের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 

আগামী শুক্রবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শুধু বৃষ্টি নয় ব্যাপক পরিমাণে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। যদিও উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন হেরফর হবে না। এবং উত্তরবঙ্গে আপাতত কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই বলেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।

Advertisement