Dilip Ghosh's wedding

অবশেষে বাজলো বিয়ের সানাই!! সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ

অবশেষে ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আগামীকাল শুভ লগ্নে চার হাত এক হবে।

আগামীকাল ১৮ই এপ্রিল শুক্রবার গোধূলি লগ্নে বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। অর্থাৎ আগামীকাল শুভ লগ্নে চার হাত এক হয়ে যাবে, সেই গুরুত্বপূর্ণ শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষের নিকট আত্মীয়রা। 

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিলীপ ঘোষ

বিজেপি নেতা দিলীপ ঘোষ আগামীকাল শুক্রবার শুভ লগ্নে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। অবশেষে ষাট বছর বয়সে তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। নিউটাউন এর বাড়িতে অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রিঙ্কু দেবীর চার হাত এক হয়ে যাবে।

প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের পাত্রী কে?

বিজেপির প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের পাত্রী হলেন রিঙ্কু মজুমদার, যিনি আসলে গৃহবধূ, যার একটি পুত্র সন্তান রয়েছে। রিঙ্কু দেবীর ছেলে সৃঞ্জয় দাস গুপ্ত বর্তমানে সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। সেই রিঙ্কু দেবীর সঙ্গে দিলীপ ঘোষ অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আগামীকাল। আগামীকাল দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে তিনি এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

নাড়ুর জীবনসঙ্গী হিসেবে রিঙ্কুকে বেছে নিয়েছেন পুষ্পলতা দেবী

দিলীপ ঘোষের ভাবী স্ত্রী রিঙ্কু মজুমদার, সুন্দরবনের একটি NGO সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় সঙ্গেও যুক্ত। রিঙ্কু মজুমদারের স্বামী অনেক আগেই মারা গেছেন। গৃহবধূ এক পুত্রের জননী রিঙ্কু মজুমদারকে দিলীপ ঘোষের মা অর্থাৎ পুষ্পলতা দেবীর খুবই পছন্দ। তিনি তার পুত্র নাড়ুর (দিলীপ ঘোষের ডাক নাম) জীবন সঙ্গী হিসেবে রিঙ্কুকে দেখতে চান। রিঙ্কু মজুমদারও নিউটাউন এর বাসিন্দা, যিনি অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। এছাড়া দিলীপ এবং রিঙ্কুর পার্টিগত সূত্রেই বাড়িতে আসা-যাওয়া।

আগামীকাল ঘর বাঁধার স্বপ্নে পড়তে চলেছে সীলমোহর
 

সূত্র অনুযায়ী জানা যায়, গত লোকসভা ভোটে যখন বিজেপি নেতা দিলীপ ঘোষ হেরে যান তখন তিনি খুবই বিষন্ন হয়ে পড়েন আর সেই সময়েই তার বান্ধবী রিঙ্কু মজুমদার তাঁকে ঘর বাঁধার স্বপ্ন দেখান। আর সেই স্বপ্নে সীলমোহর পড়তে চলেছে আগামীকাল। যদিও প্রথমদিকে দিলীপ ঘোষ এই প্রস্তাবে রাজি হননি, তবে দিলীপ ঘোষের মা এর আবদারের তিনি শেষ পর্যন্ত রাজি হন।

"আমি কি বিয়ে করতে পারি না? বিয়ে করা কি অপরাধ?" 

বিয়ের বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি তাঁর সেই পরিচিত স্টাইলে বলেন - "কেন আমি কি বিয়ে করতে পারি না? বিয়ে করা কি অপরাধ?" যদিও তিনি আগামীকাল সত্যিই বিয়ে করছেন কি-না সে বিষয়ে সংবাদ মাধ্যমকে সোজাসুজি কোনো উত্তর দেননি। তবে দিলীপ ঘোষের বিয়ের বিষয়টি বাংলার রাজনৈতিক মহলে বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। যদিও বিয়ের বিষয় নিয়ে স্বয়ং দিলীপ ঘোষ মুখে কুলুপ এঁটেছেন।

Advertisement