India Bangladesh news
মহামারীর মত ছড়াচ্ছে ভারত বিরোধী মনোভাব আর তারই মাঝে ভারত সীমান্তে পাওয়া গেল পাকিস্তানের মর্টার শেল
ভারত বাংলাদেশ সীমান্তে পাওয়া গেল পাকিস্তানের তৈরি একটি মর্টার শেল, যেটি যুদ্ধের কাজে ব্যবহার করা হয়। তবে কি গোপনে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে অস্ত্র বিনিময় চলছে? কোন্ উদ্দেশ্যে এক সময়ে শত্রুকে মিত্র বানাচ্ছে বাংলাদেশ সরকার?

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চলছে ব্যাপক নির্যাতন। আর ইতমধ্যেই বাংলাদেশের কট্টরপন্থীরা কলকাতা দখলের হুমকি দিয়েছে। এমনকি ভারতের অনেকগুলি রাজ্য তারা দখল করে নেওয়ারও হুশিয়ারি দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অস্থিরতার সুযোগে সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন গুলি তাদের জঙ্গি কার্যকলাপ বাড়িয়ে তুলতে ব্যাপক সক্রিয়। আর সেই উদ্দেশ্যেই সীমান্ত এলাকা দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি ভারততে অনুপ্রবেশ করে ভারতের মাটিকে তারা জঙ্গীকার্যকলাপের ক্ষেত্র হিসেবে তৈরি করতে চাইছে, তাদের কাজকে সহজ করতে মহামারীর মত ছড়িয়ে দিচ্ছে ভারত বিরোধী মনোভাব।
গোপনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কি অস্ত্র বিনিময় চলছে?
বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার সুযোগে একাধিক জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। আর তারই মধ্যে বাংলাদেশ নতুন করে পাকিস্তানের সঙ্গে তার সখ্যতা গড়ে তুলেছে। বাংলাদেশ ভুলে গেছে ১৯৭১ এর মুক্তি যুদ্ধে ভারতের সাহায্য। পাকিস্তানকে তারা নতুন করে বরণ করে নিচ্ছে আর পাকিস্তানও বাংলাদেশকে ইন্ধন যোগাচ্ছে বিভিন্নভাবে। আর তারই প্রমাণ পাওয়া গেল গত মঙ্গলবার অর্থাৎ ১৭ ই ডিসেম্বর। ভারত বাংলাদেশ সীমান্তে পাওয়া গেল পাকিস্তানের তৈরি মর্টার শেল, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে - তবে কি পাকিস্তান ও বাংলাদেশ অস্ত্র বিনিময় করছে? আর সেই কারণেই কি তাদের মধ্যে তৈরি হয়েছে অশুভ আঁতাত?
উদ্ধার হওয়া মর্টার শেলটিকে আজ নিষ্ক্রিয় করা হয়
উদ্ধার হওয়া মর্টার শেলটি পাকিস্তানের, কারণ সেই শেলটির গায়ে লেখা আছে পাকিস্তানের নাম। শেলটি উদ্ধার হওয়ার পর আজ অর্থাৎ ১৮ই ডিসেম্বর বুধবার, বিন্নাগুড়ি আর্মির বোম স্কোয়াড শেলটিকে নিষ্ক্রিয় করে। আর সেই সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটারর মহকুমা পুলিশ আধিকারিক - ধীমান মিত্র সহ এক বিশাল পুলিশ বাহিনী। যদিও প্রাথমিকভাবে বিএসএফের ধারণা উদ্ধার হওয়া ওই মর্টার শেলটি ১০৭১ সালে ভারত-পকিস্তান যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল।
মর্টার শেলটিকে সীমান্তে কোন্ উদ্দেশ্যে, কে বা কারা রেখে গেল?
গতকাল কোচবিহারের দিনহাটায়, ভারত বাংলাদেশ সীমান্তে, পাকিস্তানের তৈরি একটি মর্টার শেল পাওয়া যায়। আর সেই মর্টার শেলকে ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। দিনহাটায় এক কৃষক (কৃষকের নাম - হিতেন মোদক) তার জমিতে চাষাবাদ করার সময় মাটি খুঁড়ছিলেন আর সেই সময়ই মাটির নিচ থেকে তিনি পেয়েছেন একটি শেল, যেটি মাটির নিচে পোঁতা ছিল।
এরপর ওই কৃষক স্থানীয় সাহেবগঞ্জ থানায় খবর দেন। এবং বিএসএফকেও সেই খবর জানানো হয়। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর বোম ডিসপোজাল স্কোয়াড কেও জানানো হয় এই বিষয়টি। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং গোয়েন্দা অফিসাররা খতিয়ে দেখছেন ওই মর্টার শেলটিকে সীমান্তে কে বা কারা রেখে গেল? আর কেন রেখে গেল? তবে কি ভেতরে ভেতরে বাংলাদেশ ও পাকিস্তানের অস্ত্র বিনিময় চলছে?
কোন্ উদ্দেশ্যে এক সময়ে শত্রুকে মিত্র বানাচ্ছে বাংলাদেশ সরকার?
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, সেই যুদ্ধে বাংলাদেশকে সর্বান্তকরণে সাহায্য করেছিল ভারত। সেই ভারত কে আজ শত্রু মনে করছে বাংলাদেশ। ভারত বিরোধী মনোভাব মহামারীর মতো ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশিদের একাংশ, যাতে মদত দিচ্ছে মৌলবাদ এবং নিষিদ্ধ কিছু জঙ্গি সংগঠন।
পাকিস্তান, যে দেশ আগে শত্রু ছিল, সেই দেশকেই বাংলাদেশ আজ মিত্র হিসেবে তুলে ধরছে। শুধু তাই নয় পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা এতই বেড়েছে যার কারণে পাকিস্তানের নাগরিকরা খুব সহজেই বাংলাদেশের ভিসা পেয়ে যাচ্ছেন, যে পথটিকে খুবই সহজ করে তুলেছেন অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার। অর্থাৎ পাকিস্তানিদের বাংলাদেশে আসার পথকে প্রশস্ত করেছেন ইউনুস সরকার, কিন্তু কেন বা কি উদ্দেশ্যে এক সময়ে শত্রুকে মিত্র বানাচ্ছে বাংলাদেশ সরকার?
শুধুই যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তা নয়, পাকিস্তানও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। আর সেই কারণেই পাকিস্তানের কট্টরপন্থী নেতারা হুশিয়ারি দিয়েছে, যে পাকিস্তানের পারমানবিক বোমা বাংলাদেশের। আর বাংলাদেশের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের চোখ কট্টরপন্থীরা তুলে নেবে। আর এমনই এক উত্তাল পরিস্থিতিতে ভারত সীমান্তে উদ্ধার হওয়া পাকিস্তানের মর্টার শেলকে ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে।
Comments