Classical language Bengali
বাংলা ভাষার ব্যবহার বাড়াতে কলকাতা পুরসভার নয়া উদ্যোগ, শীঘ্রই জারি হবে নির্দেশিকা
কলকাতা পুরসভা, বাংলা ভাষাকে আরোও ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে চলেছে, শীঘ্রই জারি হবে নির্দেশিকা।

বাংলা ভাষা ইতিমধ্যেই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। আর এই স্বীকৃতির কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এইবার কলকাতা পুরসভার অন্দরেও আমাদের এই মিষ্টি ধ্রুপদী ভাষা সম্পর্কেও আলোচনা শুরু হয়েছে। কলকাতা পুরসভা, বাংলা ভাষাকে আরোও ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে চলেছে। শহরের বিভিন্ন দোকানে অর্থাৎ ব্যবসায়ী কেন্দ্রগুলিতে কিভাবে বাংলা ভাষার ব্যবহার আরোও বাড়ানো যায়, সেই বিষয়েই কলকাতা পুরসভা নতুন উদ্যোগ নিতে চলেছে। আর এই বিষয়ে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে প্রস্তাব রাখা হয়েছে। বাংলা ভাষার সম্পর্কে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি রেখেছেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে, যিনি ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে কলকাতা পুরসভার নয়া উদ্যোগ
কলকাতার পুরসভার মাসিক অধিবেশনে তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে প্রস্তাব রেখেছেন যে, কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ইতিমধ্যেই ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। তাই বাংলা ভাষাকে আরোও ছড়িয়ে দেওয়া উচিত। তাই কলকাতা পুরসভার অধীনে সমস্ত সরকারি এবং বেসরকারি স্তরে যত রকমের সাইনবোর্ড আছে, তা বাংলা ভাষায় লেখা উচিত। এছাড়া পুরসভার সমস্ত রকমের নথি এবং চিঠিপত্র বা বিজ্ঞপ্তি সবই বাংলা ভাষায় করা প্রয়োজন। এইভাবেই বাংলা ভাষাকে জনসাধারণের মধ্যে প্রচার করতে কলকাতা পুরসভা যাতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে কাউন্সিলার বিশ্বরূপ দে আলোকপাত করেন।
তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে এর প্রস্তাব
তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে এর প্রস্তাব গ্রহণযোগ্য বলে মেয়র জানিয়েছেন এবং এই বিষয়ে সার্কুলার জারি করা হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে কলকাতা পুরসভা থেকে জানানো হয়েছে যে, ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে বাংলা ভাষায় নাম লেখার কথা আগেই উল্লেখ করেছিলেন কারণ রাজ্যের প্রতিটি মানুষ বাংলা ভাষা বেশি বোঝেন কারণ বাংলা হলো আমাদের মাতৃভাষা। মাতৃভাষায় সাইনবোর্ড লেখা থাকলে সবার বুঝতে সুবিধা হবে এবং তার সঙ্গে গর্ব অনুভব করতে পারবে সকল বাঙালিরা।
বাম আমলেও এই ধরনের উদ্যোগ দেখা গিয়েছিল, তবে সেটি কেবলমাত্র প্রশাসনিক তরে নথিবদ্ধ হয়েই থেকে গিয়েছিল। তবে বাংলা ভাষা সাম্প্রতিক ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় নতুন করে কলকাতা পুরসভা তথা বাঙালিরা উজ্জীবিত হয়ে উঠেছে। তাই এই উদ্যোগ বাম জমানায় গতি না পেলেও বর্তমানে তা গতি পাবে বলেই মনে করছেন অনেকে।
Comments