দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম মাধ্যমিকে অল চিকি হরফে সাঁওতালি ভাষায় পঠন-পাঠনের সুযোগ।
শিবশংকর চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদমূলুক কিসমত হাইস্কুলে এবার থেকে নবম ও দশম শ্রেণীতে সাঁওতালি অলচিকি হরফে পড়াশোনার সুযোগ পেল অল চিকি জানা ছাত্র ছাত্রীরা।