Writer Prafulla Roy

বাংলা সাহিত্যের নক্ষত্রের পতন, 'শত ধারায় বয়ে যায়' প্রফুল্ল রায়।

বাংলা সাহিত্য জগতের নক্ষত্রের পতন। বৃষ্টি বাদল দিনে ভাসলো 'কেয়া পাতার নৌকা'। আমরা হারালাম  জনপ্রিয় সাহিত্যিক প্রফুল্ল রায় কে। আজ ১৯ জুন বৃহস্পতিবার বৃষ্টি বাদল দিনে জনপ্রিয় উপন্যাসিক  "শত ধারায় বয়ে যায়"।

সঞ্জয় কুমার দোলুই। ১৯ শে জুন ২০২৫। : বাংলা সাহিত্য জগতের নক্ষত্রের পতন। বৃষ্টি বাদল দিনে ভাসলো 'কেয়া পাতার নৌকা'। আমরা হারালাম  জনপ্রিয় সাহিত্যিক প্রফুল্ল রায় কে। আজ ১৯ জুন বৃহস্পতিবার বৃষ্টি বাদল দিনে জনপ্রিয় উপন্যাসিক  "শত ধারায় বয়ে যায়"। 

বাংলাসাহিত্যের নক্ষত্র পতন 

দুই বাংলাকে কাঁদিয়ে চির নিদ্রায় জনপ্রিয় সাহিত্যিক প্রফুল্ল রায়। আজ ১৯ জুন বৃহস্পতিবার দুপুর ৩ টে নাগাদ শহরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৯১ বছর। সাহিত্যিক প্রফুল্ল রায় অবিভক্ত বাংলাদেশে ১৯৩৪ সালে ১১ ইসেপ্টেম্বর জন্মগ্রহণ করে ঢাকার বিক্রমপুরের আটপাড়ায়। ১৯৫০ সালে তিনি এবার বাংলায় কলকাতায় আসেন, তারপর থেকে পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেন। এখানে এসে একের পর এক সাহিত্য রচনা করে গেছেন বাংলা সাহিত্য কে সমৃদ্ধ করেছেন। কেয়া পাতার নৌকা, শতধারায় বয়ে যায় , পূর্ব পার্বতী, তার কালোজয়ী উপন্যাসের এবং ছোট গল্পের মাধ্যমে বাংলা সাহিত্য ও  বাংলা ভাষা কে সমৃদ্ধ করেছেন। 

বাংলা সাহিত্যে অবদান

সাহিত্যিক প্রবল্য রায়ের প্রথম উপন্যাস পূর্ব পার্বতী (১৯৫৬) সালে। ধারাবাহিক ভাবে দেশ পত্রিকায় বের হত উপন্যাস টি। নাগাল্যান্ডে থাকাকালীন পূর্ব পার্বতী উপন্যাসটি লিখেছিলেন। পাঠক মহলে সাড়া ফেলে দেয় উপন্যাস টি। প্রফুল্ল রায়ের  "কেয়া পাতার নৌকা" (২০০৩) সালে উপন্যাস টি জনপ্রিয়তার শীর্ষে পোঁছে যায়। মণীন্দ্র রায় ছদ্মনামে  'অমৃত' পত্রিকায় ১৯৮৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় প্রফুল্ল রায়ে "কেয়া পাতা নৌকা" কালজয়ী উপন্যাস। বিহারে জনজীবন কে নিয়ে ১৩  টি উপন্যাস এবং ২০ টি ছোট গল্প লিখেছিলেন। উপন্যাস ও ছোট গল্প মিলিয়ে ১৫০ টির উপর বই লিখেছিলেন। 

সাহিত্যকর্ম এবং সম্মান 

জনপ্রিয় সাহিত্যিক প্রফুল্ল রায়ের উপন্যাস গুলো হলো, পূর্ব পার্বতী (১৯৫৬), কেয়া পাতার নৌকা শত(১৯০৩), ধারায় বয়ে যায় (১৯০৮), উত্তাল সময়ের ইতিকথা (১৯১৪), নোনা জল মিঠে মাটি (১৯৩৬)। "আকাশের নেই মানুষ" উপন্যাসের জন্য প্রফুল্ল রায় বঙ্কিম পুরস্কার পান । সাহিত্য একাডেমী পুরস্কার পান প্রফুল্ল রায়  "ক্রান্তিকাল" উপন্যাসের জন্য। 

প্রফুল্ল রায়ের উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে ছবি ও টেলিফিল্ম তৈরি হয়েছে, ক্রান্তিকাল, মন্দ মেয়ের উপাখ্যান, এখানে পিঞ্জর, মোহনার দিকে, বাঘ বন্দি খেলা, টার্গেট, চরাচর, পিতৃভূমি, আদমি অউর আওরত,একানত আপন। বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ কে হারিয়ে পাঠকমহল শোকস্তব্ধ।

Advertisement