2022 Primary TET

২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযানে উত্তপ্ত করুনাময়ী চত্বর

২০২২ সালের প্রাথমিক টেট পাশ হবু শিক্ষকদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান কে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি করুনাময়ী চত্বরে

সঞ্জয় কুমার দোলুই, ১৯ আগস্ট : ২০২২ সালের প্রাথমিক টেট পাশ হবু শিক্ষকদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি করুনাময়ী চত্বরে। কলকাতার রাজপথে এদিকে এসএসসি চাকরি বাতিল শিক্ষকদের আন্দোলন অপর দিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলন তার উপর ২০২২ টেট উত্তীর্ণদের আন্দোলন সিটি অফ জয়, আজ মিছিল নগরীতে পরিণত হয়েছে। দীর্ঘদিন প্রাথমিককে নিয়োগ নেই। বেকারত্বের করাল গ্রাসে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীরা। প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করে দীর্ঘদিন ধরে বসে আছে  নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন কবে আসবে সেই আশায়। কিন্তু উদাসীন সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ টেট পাশ হাজার হাজার ছেলেমেয়েদের নিয়োগের কোন নোটিফিকেশন দিচ্ছে না।এর ফলে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তারা বাধ্য হয়ে আজ ১৯ শে আগস্ট সল্টলেকের করুনাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান করেছে। 

প্রসঙ্গত:  ২০২২ সালে ১১ ই ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়। প্রায় সাড়ে ৬ লক্ষ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছিলো। ২০২৩ সালে ১০ ই মার্চ  ফল প্রকাশ হয়, সেখানে দেখা যায় প্রায় দেড় লক্ষ প্রার্থী উত্তীর্ণ হয়। সেই সময়কালে প্রাথমিক শিক্ষা পর্ষদ এর সভাপতি গৌতম পাল প্রতিশ্রুতি দিয়েছিলেন, "বছরে দুটি টেট পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানো হবে এবং কোন টেট উত্তীর্ণ প্রার্থী বেকার থাকবে না।"  কিন্তু বাস্তব বড় কঠিন। ২০২২ সালে টেট পাশ করার পরও প্রার্থীরা ৩ বছর বসে আছে কোন নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন নেই। ক্রমেই তাদের মধ্যে ক্ষোভ এবং বেকারত্ব বেড়েছে চলেছে আজ বাধ্য হয়ে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান করেছে। 

২০২২ টেট পাশ প্রাথমিক হবু শিক্ষকদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান কে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি লক্ষ্য করা যায় বেলা ১ টার পর । করুনাময়ী মেট্রোরেল এর সামনে জমায়েত কে ছত্রভঙ্গ করতে পুলিশ ধরপাকড় শুরু করে। বহু আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে করে নিয়ে যায় পুলিশ। ২০২২ টেট পাশ আন্দোলনকারীদের বক্তব্য ৫০ হাজার শূণ্যপদের নিয়োগের নোটিফিকেশন নিয়েই তবে তারা আন্দোলনের স্থল পরিত্যাগ করবে। আন্দোলনকারীদের পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে আন্দোলন কে প্রশমিত করার জন্য। কিন্তু হাজার হাজার আন্দোলনকারী আবার বিকেলে তারা জমায়েত করতে শুরু করেছে এপিসি ভবন চত্বর। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর সামনে আবার জমায়েত করতে শুরু করেছে। তাদের দাবি ৫০ হাজার শূণ্যপদের নিয়োগ নোটিফিকেশন নিয়েই বাড়ি ফেরা। 

Advertisement