Santali language

দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম মাধ্যমিকে অল চিকি হরফে সাঁওতালি ভাষায় পঠন-পাঠনের সুযোগ।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদমূলুক  কিসমত হাইস্কুলে এবার থেকে নবম ও দশম শ্রেণীতে সাঁওতালি অলচিকি হরফে পড়াশোনার সুযোগ পেল অল চিকি জানা ছাত্র  ছাত্রীরা।

শিবশংকর চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদমূলুক  কিসমত হাইস্কুলে এবার থেকে নবম ও দশম শ্রেণীতে সাঁওতালি অলচিকি হরফে পড়াশোনার সুযোগ পেল অল চিকি জানা ছাত্র ছাত্রীরা। 

খুশির হাওয়া আদিবাসী সমাজে সাঁওতালি ভাষায় পড়াশোনার সুযোগ 

টেলিগ্রামের মাধ্যমে সাঁওতালি ভাষায় পড়াশোনার সুযোগ এমনই নির্দেশিকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি শিক্ষা দপ্তরের সেক্রেটারির মাধ্যমে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলার ডিআই ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানের নিকট। এমন নির্দেশিকা পৌছাতেই খুশির হাওয়া আদিবাসী সমাজ এবং সাঁওতালি ভাষায় অলচিকি জানা ছাত্র-ছাত্রীদের মধ্যে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা জানিয়েছেন যে সরকারিভাবে গঙ্গারামপুর সাব ডিভিশনের দুটি এবং বালুরঘাট সাব ডিভিশনে দুইটি। মোট চারটি স্কুলে প্রাথমিক থেকে জুনিয়র পর্যন্ত সাঁওতালি অলচিকি হরফে সরকারি ভাবে পড়াশোনা চলতো। অর্থাৎ ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত পড়ানো হতো। 

সাঁওতালি ভাষায় পঠন-পাঠনের জন্য শিক্ষা দপ্তর অনুমোদন

স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠেছিল যে এইট পর্যন্ত পড়াশোনা করার পর,  সাঁওতালি হরফে অলচিকি জানা ছাত্র ছাত্রীরা কোথায় ভর্তি হবে। এই প্রশ্নের উঠেছিল বারবার। তিনি বলেন এই বিষয়ে কলকাতা শিক্ষা দপ্তরের বিকাশ ভবনে বারবার যাতায়াত এবং জেলার মানুষের দামী মত রাজ্যশিক্ষা দপ্তর দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে বাদ মূলুক কিসমত জুনিয়র হাই স্কুলে নবম ও দশম শ্রেণীতে অল চিকি হরফে সাঁওতালি ভাষায় পঠন-পাঠনের জন্য শিক্ষা দপ্তর অনুমোদন দিয়েছেন। এমনটা তিনি জানান। সন্তোষ বাবু বলেন যে এবার থেকে বাংলার পাশাপাশি সাঁওতালি অল চিকি হরফেও সরকারিভাবে পরীক্ষা দেওয়া যাবে।

Advertisement