Elimination of superstitions
কুসংস্কার দূরীকরণে বিশেষ শিবির, আয়োজনে জেলা আইনি পরিষেবা ও বিজ্ঞানমঞ্চ।
ডাইনি অপবাদে একই পরিবারের ৪ সদস্যকে মারধরের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও কুসংস্কার দূর করতে বিশেষ শিবিরের আয়োজন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বিজ্ঞানমঞ্চের।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর। ১৯ শে জুন ২০২৫। : ডাইনি অপবাদে একই পরিবারের ৪ সদস্যকে মারধরের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও কুসংস্কার দূর করতে বিশেষ শিবিরের আয়োজন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বিজ্ঞানমঞ্চের। বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়ায় এদিনের এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, বিজ্ঞানমঞ্চের জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের PLV সঞ্জয় সরকার, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন বাসুরিয়া গ্রামে
প্রসঙ্গত, চলতি মাসের ১৩ তারিখে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়া এলাকায় ডাইনি অপবাদে একই পরিবারের ৪ সদস্যকে মারধর সহ মল খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে আসে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই কারণে এবারে পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং কুসংস্কার দূর করতে বৃহস্পতিবার এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হল বিজ্ঞানমঞ্চ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে।

Comments