SSC Scam
চাকরিহারা শিক্ষকদের বিধানসভা অভিযান, শিক্ষামন্ত্রীকে চিঠি
পশ্চিমবঙ্গে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি হারিয়ে দিশেহারা। নিয়োগ দূর্নীতির কারণে তাদের চাকরি গুলো বাতিল হয়েছে অথচ যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী রা আজ সাজা পাচ্ছে। দিনের পরদিন এসএসসি অফিসের সামনে এবং বিকাশভবনের সামনে ধর্না দিয়েছে এছাড়াও গত ১৩ ই জুন থেকে আমরণ অনশন শুরু করেছে শিক্ষক রা।

সঞ্জয় কুমার দোলুই ।১৬ই জুন ২০২৫। : পশ্চিমবঙ্গে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি হারিয়ে দিশেহারা। নিয়োগ দূর্নীতির কারণে তাদের চাকরি গুলো বাতিল হয়েছে অথচ যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী রা আজ সাজা পাচ্ছে। দিনের পরদিন এসএসসি অফিসের সামনে এবং বিকাশভবনের সামনে ধর্না দিয়েছে এছাড়াও গত ১৩ ই জুন থেকে আমরণ অনশন শুরু করেছে শিক্ষক রা । আজ ১৬ ই জুন সোমবার বিধান সভার অভিযান করে ; শুধু মাত্র চাকুরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে পুনর্বহাল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে।
চাকরিহারা শিক্ষকদের বিধানসভা অভিযান
২০১৬ সালের এসএসসি নিয়োগ বাতিল হওয়ার কারণে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে SSC নতুন করে পরীক্ষার নিয়োগ নোটিশ ও গেজেট প্রকাশ করেছে। আজ সোমবার ১৬ ই জুন থেকে এসএসসি নিয়োগের পরীক্ষার ফর্মফিলাপ করতে পারবে চাকরি প্রার্থী রা। কিন্তু নতুন এই নিয়োগের পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা শিক্ষকরা তাই তারা আজ বিধানসভা অভিযান করে তাদের ন্যায্য দাবি গুলো তুলে ধরতে। গতকাল ১৫ই জুন চাকরি হারা শিক্ষক রা সাংবাদিক বৈঠকে জানান, "নতুন এসএসসি নিয়োগ পরীক্ষায় তারা কেউ ফর্মফিলাপ করবে না"। নতুন করে পরীক্ষায় বসতে চায় না চাকরিহারা শিক্ষক রা এটা তাদের জন্য অসম্মানের।
চাকরিহারা শিক্ষকদের বিধান অভিযান কে পুলিশের বাধা
পশ্চিমবঙ্গে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ দূর্নীতি জন্য চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট ২০২৫ সালে ৩রা এপ্রিল।
চাকুরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে পুনর্বহাল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে আজকের বিধানসভা অভিযান করলে, তাদের পুলিশের বাধার সম্মুখীন হতে হয়। ধর্মতলায় রানি রাসমনি রোডে পুলিশের বিশালবাহিনী চাকরিহারা শিক্ষকদের পথ আটকে দেয় এর পর শিক্ষক রা রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানায়।
শিক্ষামন্ত্রী কে চিঠি দিয়ে প্রতিবাদ চাকরিহারা শিক্ষকদের
চাকুরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে পুনর্বহাল করতে এবং নতুন এসএসসি পরীক্ষায় বসতে না চেয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু কে চিঠি দেয়। "আমরা পরীক্ষা দিতে চাই না" - এই দাবিতে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চিঠি জমা দেওয়ার ভিড় বিকাশ ভবনের সামনে। কি ভাবে তাদের চাকরি গুলো ফিরে পাবে তার সব চেষ্টাই করে চলছে চাকরি হারা শিক্ষকরা।
চাকরিহারা শিক্ষকদের দাবি গুলো কি কি
চাকরি হারা যোগ্য শিক্ষকদের প্রধান দাবি সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। বিধানসভার জরুরী অধিবেশন ডেকে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সমস্যার সমাধান করতে হবে। এসএসসির বেআইনি নিয়োগ নোটিশ গেজেট প্রত্যাহার করতে হবে। ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর মিরর ইমেজ কপি প্রকাশ করতে হবে। ওএমআর এর ভিত্তিতে যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

Comments