Rupanjana Rahul wedding
সিঁদুরে লাল রঙের বেনারসিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী রূপাঞ্জনা
টলিপাড়ায় আবারও বাজলো বিয়ের সানাই। দীর্ঘ ছয় বছরের প্রেম অবশেষে পরিণতি পেল। টলি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং অভিনেতা রাতুল মুখোপাধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

শুক্রবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। দীর্ঘ ছয় বছরের প্রেম অবশেষে পরিণতি পেল। বিয়ের সময় ছেলেকে কোলে তুলে নিয়ে বিয়ে করলেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এই হাই প্রোফাইল বিয়ের জন্য এলো কালীঘাট থেকে শাঁখা-পলা।
কেমন ছিল রূপাঞ্জনার বিয়ের সাজ?
শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। সকালে নান্দীমুখ থেকে গায়ে হলুদ, সব অনুষ্ঠান করা হয় রীতি মেনে। সবটাই ঘরোয়া ভাবে সম্পন্ন হয় । একইসাথে, সিঁদুরে রাঙা বেনারসিতে সেজে উঠলেন অভিনেত্রী। মাথায় শোলার মুকুট। গলায় গোলাপের মালা। হাতে শাঁখা-পলা। হালকা সোনার গয়না। কপালে চন্দনের নকশা। একেবারে সাবেকি সাজে দেখা গেল তাঁকে।
রূপাঞ্জনার অতীত ও বর্তমান
২০১৭ সালে প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। তারপর এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। রূপাঞ্জনার দাবি, সন্তানের জন্মের প্রাককাল থেকেই সে একা। বিবাহবিচ্ছেদের সময় তার সন্তানের বয়স ছিল এক বছর। এখন সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এরই মধ্যে, সে খুব ভালোভাবে তার মায়ের বন্ধু তথা বর্তমান স্বামীকে মেনে নিয়েছে। অভিনেত্রী রূপাঞ্জনা এই বিষয়ে দাবি করেন -
'আমার সন্তান রাতুলের সাথে খুব ভালো সময় কাটায়, তারা খুব ভালো বন্ধু, ফলে বাবা হিসেবে মেনে নিতে কোনও অসুবিধা হয়নি।'
অন্য দিকে, রাতুল টলিপাড়ার চেনামুখ। বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি ৷ দীর্ঘ দিনের বন্ধুত্ব ধীরে ধীরে গড়ায় প্রেমের সম্পর্কে। অন্য দিকে রাতুলের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। রূপাঞ্জনা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁরা কোনও প্রথাগত কার্ড ছাপাননি। বরং ই-কার্ডের মাধ্যমেই অতিথিদের নিমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে চারটে ছিল তাঁদের বিয়ের লগ্ন। এই ভাবেই টলিপাড়ার নবদম্পতিকে স্বাগত জানানো হয় বলে খবর সূত্রে জানা যায়।
Comments