Swimming
অব্যক্তের যন্ত্রণাকে উপেক্ষা করেও জাতীয় সাঁতারে উজ্জ্বল সালকিয়ার মেয়ে সৌবৃতি
সৌবৃতি হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে ও কোমরে চোটের শিকার হন।কিন্তু সেই চোটের অসহ্য যন্ত্রণাকে উপেক্ষা করে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় তিনি ৩ নম্বরে খেলা শেষ করেন।তাঁর মূল ফোকাস ছিল ২০০ মিটার ব্যাক স্ট্রোকে অভাবনীয় সাফল্য তুলে আনা।কিন্তু ব্যথায় কাতরাতে কাতরাতে ফিজিওর চেষ্টাতেও তিনি সেই ইভেন্টে কার্যত ব্যর্থতায় পর্যবসিত হন।এর পরেও তাঁর জেদ দ্বিগুণ বেড়ে যায় ।ব্যথায় ছটফট করতে করতে তিনি বলেন যে, ১০০ মিটার ব্যাক স্ট্রোকে পদক জয়ের একটা শেষ চেষ্টা করব। ২৫ জুন তারিখে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে অল্পের জন্য স্বর্ণ পদক তাঁর হাতছাড়া হয়ে যায় ।১: ০৫ -১৯ সেকেন্ডে রৌপ্য পদক নিয়ে তাঁকে সন্তুষ্ট থাকতে হয়

বিদ্যুৎ ভৌমিক । ২৮শে জুন ২০২৫। ক্রীড়াঙ্গনে লড়াইয়ে টিকে থাকার জন্য নিজের একাগ্রতার সঙ্গে পরিশ্রমের মিশেলে অভাবনীয় সাফল্য তুলে আনা যায়, তা আবারও প্রমাণ করে নিজের জাত চেনালেন হাওড়া জেলার সালকিয়ার উঠতি সম্ভাবনাময় সাঁতারু ২৪ বৎসর বয়সী সৌবৃতি মন্ডল ।সাঁতারে সুনাম অর্জন করা সালকিয়ার মেয়ে বাংলার প্রতিনিধিত্ব করলেও বর্তমানে দিল্লিতে অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে সচেষ্ট ।
বঙ্গললনার জয়যাত্রা অব্যাহত
২২ জুন থেকে ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত সাঁতারের সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের দৌড়ে মেয়েদের বিভাগে সর্বসাকুল্যে ২ টি ব্রোঞ্জ পদক ও ১ টি রৌপ্য পদক দখল করে এই সম্ভাবনাময়ী বঙ্গললনার জয়যাত্রা অব্যাহত ।তবে তার চেয়ে বড় কথা, নিজের সঙ্গে তাঁর কঠিন লড়াইয়ে তিনি বিজয়িনী ।ব্যাপারটা খুলেই বলা যাক্।গত ২৩ জুন ভুবনেশ্বরে ৪×১০০ মিটার মেডলি রিলেতে ব্রোঞ্জ পদক জয় করে প্রতিযোগিতার লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ।তারপর ব্যক্তিগত ইভেন্টের ৫০ মিটার ব্যাক স্ট্রোকের হিটের আগের মুহূর্তে সৌবৃতি হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে ও কোমরে চোটের শিকার হন।কিন্তু সেই চোটের অসহ্য যন্ত্রণাকে উপেক্ষা করে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় তিনি ৩ নম্বরে খেলা শেষ করেন।তাঁর মূল ফোকাস ছিল ২০০ মিটার ব্যাক স্ট্রোকে অভাবনীয় সাফল্য তুলে আনা।কিন্তু ব্যথায় কাতরাতে কাতরাতে ফিজিওর চেষ্টাতেও তিনি সেই ইভেন্টে কার্যত ব্যর্থতায় পর্যবসিত হন।এর পরেও তাঁর জেদ দ্বিগুণ বেড়ে যায় ।ব্যথায় ছটফট করতে করতে তিনি বলেন যে, ১০০ মিটার ব্যাক স্ট্রোকে পদক জয়ের একটা শেষ চেষ্টা করব।কিন্তু ২৫ জুন তারিখে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে অল্পের জন্য স্বর্ণ পদক তাঁর হাতছাড়া হয়ে যায় ।১: ০৫ -১৯ সেকেন্ডে রৌপ্য পদক নিয়ে তাঁকে সন্তুষ্ট থাকতে হয় ।কর্ণাটকের ভিহিথা নয়না ০-০১সেকেন্ডে এগিয়ে থেকে স্বর্ণ পদক ছিনিয়ে নেন।
অসহ্য যন্ত্রণাকে উপেক্ষা করে সৌবৃতি সমুজ্জ্বল
অসহ্য যন্ত্রণাকে উপেক্ষা করে সৌবৃতি সমুজ্জ্বল বলা যায় ।তিনি জানান যে, ফিনিশিংয়ের সময় আমি প্রথম টাচ প্যাডে হাত দিয়েছিলাম ।কিন্তু সেন্সর ঠিকভাবে কাজ করে নি।পরে ভিডিওতেও দেখা গেছে যে , আমি আগে শেষ করেছিলাম ।তবে চোট নিয়েও পদক জেতায় খুবই খুশি সৌবৃতি ।এখান থেকেই আগামী এশিয়ান চ্যাম্পিয়নশিপের জাতীয় দল গঠিত হবে।সেই দলে সৌবৃতির অবশ্যই জায়গা হবে বলে বাংলার কোচ অয়ন ব্যানার্জি আশা প্রকাশ করেন ।তিনি জানান যে, সৌবৃতির যা টাইমিং, তাতে জাতীয় দলে ওর থাকা একপ্রকার নিশ্চিত ।চোট নিয়ে যে লড়াইটা ও করে দেখালো, সেটা এককথায় বলতে গেলে অনবদ্য ।পুরোপুরি ফিট থাকলে সৌবৃতি নিশ্চিতভাবে সোনা জিতত।উল্লেখ্য, বাংলার আর এক জলকন্যা লেকটাউনের স্নিগ্ধা ঘোষ ভুবনেশ্বরে জাতীয় সাঁতারে ৫০ মিটার বাটার ফ্লাই বিভাগে রূপোর পদক পান ।তিনি জানালেন যে,আগামী ১৪ জুলাই থেকে জার্মানিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস শুরু হচ্ছে ।সেই কম্পিটিশনে বাটার ফ্লাইয়ে দেশের হয়ে তাঁর প্রতিনিধিত্ব করার কথা।
ছবি : সংগৃহীত ।

Comments