Drug trafficking
আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৮ লক্ষ টাকা মাদক সহ গ্রেফতার ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের দুই কুখ্যাত মহিলা নেশা পাচারকারী!
ধৃত মহিলা নেশা পাচারকারীদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৮টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ২ টি ট্রলি ব্যাগের মধ্যে থাকা ২৩ কে জি ৬৬০ গ্রাম অবৈধ শুকনো গাঁজা।

ত্রিপুরা, বিক্রম কর্মকার। ১৩ ই জুলাই ২০২৫। নেশা পাচারকারীরা এবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহি : রাজ্যে নেশা পাচার করার জন্য মহিলাদের ব্যবহার করছে। আবারো গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ, এবং আগরতলা আর পি এফ মিলে ২ জন কুখ্যাত মহিলা নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃত মহিলা নেশা পাচারকারীদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৮টি প্যাকেটে মোড়ানো অবস্থায় ২ টি ট্রলি ব্যাগের মধ্যে থাকা ২৩ কে জি ৬৬০ গ্রাম অবৈধ শুকনো গাঁজা।
পরবর্তী সময় আগরতলা জি আর পি এবং রেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা নেশা পাচারকারীরা জানিয়েছে তাদের উদ্দেশ্য ছিল অবৈধ গাঁজাগুলি পাচার করার জন্য আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে দেওঘর হয়ে চেন্নাই যাবে । আগরতলা জিআরপি থানাতে ধৃত ২ কুখ্যাত মহিলা নেশা পাচারকারীর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তাদেরকে রবিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। ধৃত মহিলা নেশা পাচারকারীদের জোর জিজ্ঞাসাবাদে এই মামলাতে আরো অনেক নেশা পাচারকারী গ্রেফতার হতে পারে বলে জানিয়েছেন।
এই গাঁজাগুলি চেন্নাই শহরে ৩৫০০০ টাকা কেজি দরে প্রায় ৭ লক্ষ ৯৩ হাজার ১০০ টাকা বিক্রি হতে পারে বলে ধৃত মহিলা নেশা পাচারকারীরা আগরতলা জিআরপি থানার পুলিশ এবং রেল পুলিশকে জানিয়েছে। তাদের নাম মীনাক্ষী দেবনাথ ওরফে মোনালি (৩০)
বাড়ি-ত্রিপুরা দক্ষিণ জেলা শান্তিরবাজারে। এবং
সাবিনা বিবি (৩২) বাড়ি- পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বক্তিনগর জনতা পাড়ায় ।

Comments