Drug trafficking

মাদক পাচারকারীদের এক লক্ষ কুড়ি হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করলো পুলিশ !

গজারিয়া এলাকায় শনিবার ১ লক্ষ ২০ হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ

বিক্রম কর্মকার, ত্রিপুরা : ত্রিপুরায় দিনের পর দিন নেশা পাচারকারীদের জন্য নেশার কবলে পড়ে যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ত্রিপুরায় মাদক পাচার বন্ধ করতে এবং যুব সমাজকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে আসার জন্য এবার ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় থানার ওসির  দায়িত্ব গ্রহণ করেই নেশার বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে গজারিয়া এলাকায় শনিবার ১ লক্ষ ২০ হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ। 

এই মাদক বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড় থানার নবনিযুক্ত ওসি বিজয় দাস। জানা যায়, প্রশাসনের নির্দেশে ত্রিপুরার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা গাঁজার চারা গাছ ধ্বংস করার কাজে নেমে পড়েন  পুলিশ প্রশাসন। পূর্বে গাঁজা গাছগুলি যখন বড় হয়ে উঠত তখনই পুলিশ এই গাঁজা বাগান ধ্বংস করতে অভিযানে নামতো। 

কিন্তু, এখন শুরু থেকেই সমস্ত গাঁজার চারা গাছ ধ্বংস করে দিচ্ছে পুলিশ। এদিকে গাঁজা পাচারকারীরা দূর থেকে পুলিশের গাঁজা গাছ ধ্বংস অভিযান রক্তচক্ষু হয়ে তাকিয়ে দেখতে থাকেন। এই মাদক পাচারে যুক্ত অভিযুক্ত মাদক পাচারকারীদের গ্রেফতার করার জন্য বিশালগড় থানার পুলিশের তল্লাশি জারি রয়েছে।

Advertisement