নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার
বীরভূমে নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে!
সপ্তম শ্রেণীর নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি পচা গলা দেহ উদ্ধার
শুভদীপ গুঁই; রামপুরহাট, বীরভূম : ২২দিন পর বুধবার বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামের সপ্তম শ্রেণীর নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
ঘটনায় শ্যামপাহারি শ্রী রামকৃষ্ণ শিক্ষা পীঠ বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা কে কেন্দ্র করে দিনভর চলে উত্তেজনা।
উল্লেখ্য, ওই নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি টুকরো টুকরো দেহংশ উদ্ধারের ঘটনায় শ্যামপাহারি শ্রী রামকৃষ্ণ শিক্ষা পীঠ বিদ্যালয়ের যে শিক্ষক কে পুলিশ গ্রেপ্তার করেছেন ওই শিক্ষক সপ্তম শ্রেণীর ছাত্রী কে বিদ্যালয়ে এসে কু-প্রস্তাব দিতেন বলেই অভিযোগ। দিনের পর দিন বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেওয়া হয় আর তারপরেই ওই নাবালিকা পড়তে গিয়ে আর বাড়ি না ফেরায় পরিবারের তরফে রামপুরহাট থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর ২২ দিন পর ওই ছাত্রীর একটি নদী থেকে বস্তা বন্দী টুকরো টুকরো দেহাংশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল সৃষ্টি হয়।
ঘটনায় আজ বৃহস্পতিবার ওই বিদ্যালয় খুলতেই শিক্ষক শিক্ষিকারা এসে পৌঁছনোর পর উত্তেজিত গ্ৰাম বাসিরা ওই বিদ্যালয়ের শিক্ষকদের ঘিরে ধরে বিদ্যালয় চত্বরে ই বিক্ষোভ দেখান।
এমনকি পুলিশের সামনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বেধড়ক মারধর করে গ্ৰামবাসিরা। কোন রকমে ওই শিক্ষক কে পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও পুলিশের গাড়ির পিছনে ছুটতে ছুটতে গিয়ে ও বিক্ষোভ দেখান তাঁরা।
পরে বিদ্যালয় চত্বরের সামনে সীমান্তবর্তী রাস্তায় বাঁশ লাঠি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যার জেরে রামপুরহাট থেকে ঝাড়খন্ড বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

Comments