তানিক্স' মালদহে সম্প্রসারণ

নামি গয়না প্রস্তুতকারী সংস্থা 'তানিক্স' মালদহে তাঁদের শোরুমের সম্প্রসারণ করল। একইসঙ্গে ক্রেতাদের জন্য শুরু হয়েছে কেনাকাটায় বিশেষ অফার। আগামী ৭ এপ্রিল পর্যন্ত প্রতিটি গয়নার কেনাকাটার ওপর থাকছে উপহার সোনার কয়েন। মালদহের সর্বমঙ্গলাপল্লী এলাকায় তানিক্সের শো-রুম আয়তন তিন হাজার বর্গফুটের বেশি বাড়ানো হয়েছে। বহুতল ভবনের নতুন আরও একটি তলা এই শোরুমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এরফলে ক্রেতারা একদিকে যেমন সোনা, হিরে এবং প্লাটিনাম গয়নার বিপুল কালেকশন দেখতে পাবেন। পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রেও সুবিধা হবে। এদিন নবরুপে সজ্জিত এবং সম্প্রসারিত শোরুমের উদ্বোধন করেন তানিক্সের রিজিওনাল বিজনেস ম্যানেজার (ইস্ট) অলোক রঞ্জন। সংস্থার তরফে জানানো হয়, এই নতুনভাবে সজ্জিত শোরুমে বিভিন্নভাবে পুরনো গয়না বদল, বিভিন্ন শ্রেণীর মানুষ নিজেদের ক্রয়ক্ষমতা অনুযায়ী পছন্দসই গয়না কিনতে পারবেন।
মালদা মানিকচক পরিমল মন্ডল রিপোর্ট
Comments