Mithun Chakraborty

'আমি সত্যিই ভাষাহীন ....' 'দাদা সাহেব ফালকে' পুরষ্কারে সম্মানিত হয়ে বাকরুদ্ধ মিঠুন চক্রবর্তী

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাতে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান 'দাদা সাহেব ফালকে' পুরস্কার তুলে দেন।

ভারতীয় সিনেমায় অবিস্মরনীয় অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী | বছরের শুরুতেই পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন মহাগুরু | এরই মধ্যে বর্ষীয়ান অভিনেতার ভারতীয় চলচ্চিত্রের সর্ব্বোচ সম্মানে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার | একইসাথে , মঙ্গলবার নয়াদিল্লিতে মহাগুরুর নাম ঘোষনা হতেই তিনি আবেগপ্রবন হয়ে পড়েন | তবে , এই পুরষ্কার তিনি সকল অনুরাগীদের উৎসর্গ করেছেন বলে খবর সূত্রে জানা গিয়েছে |গতকাল ৮ই অক্টোবর মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করেন।

অভিনেতাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা 

অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে ট্যুইট করে লেখেন , ' দাদাসাহেব ফালকে বাছাই করা জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তাঁর আইকানিক অবদানের জন্য পুরষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে | তাঁর সিনেমাট্রিক সফর সব প্রজন্মের কাছে অনুপ্রেরণামূলক | মিঠুন চক্রবর্তী - কে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |

এখানেই শেষ না জানালেন মহাগুরু | মঞ্চে উপস্থিত থাকাকালীন তিনি জানান, " লোকে বলত ফ্লিম ইন্ড্রাষ্টিতে কালো রং চলবে না | এখানে কী করছো? ফিরে যাও , রাস্তা দিয়ে যেতে যেতে লোকে কালিয়া বলত ? আমি ভাবতাম কী করব ? কিন্তু তাঁর ডান্সের জনপ্রিয়তা তাকে মহাগুরুর শ্রেষ্ঠ আসনে সম্মানিত করলো |
রিপোর্ট: সঞ্জনা সমাদ্দার