র‍্যাগিং এর অভিযোগ

নবম শ্রেণীর ছাত্রী কে র‍্যাগিং এর অভিযোগে বিদ্যালয়ে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের

শুক্রবার বীরভূমের বোলপুরে শতাব্দি প্রাচীন উচ্চ বালিকা বিদ্যালয়ের শৌচাগারে ক্লাস নবম শ্রেণীর এক ছাত্রীকে তাঁর সিনিয়র ছাত্রীদের হাতে র‍্যাগিং এর শিকার

শুভদীপ গুঁই; বোলপুর। ৭ ই জুলাই ২০২৫। নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ের শৌচাগারে নিয়ে গিয়ে র‍্যাগিং করার অভিযোগ উঠলো সিনিয়র ছাত্রীদের বিরুদ্ধে। এবার সেই অভিযোগে সরব হয়ে অভিযুক্ত ছাত্রীদের ৭২ ঘণ্টা পরও বিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা গ্ৰহণ না করায়, প্রতিবাদে নামলেন বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকরা। রীতিমতো বিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে  উত্তেজনা সৃষ্টি হয় বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। 

"তবে এক সময় এই র‍্যাগিং এর ঘটনা দেখা যেত বিভিন্ন কলেজে এবার সে দিক থেকে বাদ গেল না বিদ্যালয়ও; তাহলে কোথাও কি ওই বিদ্যালয়ের ছাত্রীরা কলেজের ছাত্র-ছাত্রীদের দেখেই কি এই শিক্ষা পাচ্ছেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য?"

উল্লেখ্য, শুক্রবার বীরভূমের বোলপুরে শতাব্দি প্রাচীন উচ্চ বালিকা বিদ্যালয়ের শৌচাগারে ক্লাস নবম শ্রেণীর এক ছাত্রীকে তাঁর সিনিয়র ছাত্রীদের হাতে র‍্যাগিং এর শিকার হতে হয়। আক্রান্ত ওই ছাত্রী আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। 

স্বাভাবিকভাবেই নিরাপত্তার দাবিতে এবং দোষীদের উপযুক্ত শাস্তি চেয়ে বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় বোলপুর থানার পুলিশ আধিকারিক দের। এই ঘটনা কে কেন্দ্র করে এদিন বিদ্যালয়ে বন্ধ রাখা হয় পঠন-পাঠন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা কুণ্ডু মণ্ডল বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে যথাপযুক্ত ব্যাবস্থা গ্ৰহণ করা হবে। বিষয় টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে, তাঁদের নির্দেশে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে সমস্ত ঘটনাগুলি ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement