Rape
মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা; অভিযুক্ত বাবা কে ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
প্রায় দু মাস ধরে তার নিজের মেয়েকে হাত, পা বেঁধে ঔষুধ খাইয়ে দিনের পর দিন নির্মম ভাবে এই অত্যাচার চালাত তারই জন্মদাতা বাবা। মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায় আর এবার সেই সুযোগ কে কাজে লাগিয়ে বাড়িতে কেউ না থাকায় এই কাণ্ড চালাত বাবা। এই অত্যাচার দিনের পর দিন সহ্য করে গেছে ওই নাবালিকা
শুভদীপ গুঁই; সিউড়ি : বীরভূমে এক নাবালিকা কে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার গুণধর বাবা। গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ।
মেয়েকে ধর্ষণের অভিযুক্ত বাবা
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দু মাস ধরে তার নিজের মেয়েকে হাত, পা বেঁধে ঔষুধ খাইয়ে দিনের পর দিন নির্মম ভাবে এই অত্যাচার চালাত তারই জন্মদাতা বাবা। মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালায় আর এবার সেই সুযোগ কে কাজে লাগিয়ে বাড়িতে কেউ না থাকায় এই কাণ্ড চালাত বাবা। এই অত্যাচার দিনের পর দিন সহ্য করে গেছে ওই নাবালিকা।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে মামার বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা, সে মামার বাড়ি থেকে আর বাড়ি ফিরতে রাজি ছিল না। কেন ওই নাবালিকা বাড়ি ফিরতে নারাজ সেই নিয়ে কৌতুহল শুরু হয় পরিবার পরিজনদের মধ্যে আর এর পরেই জানাজানি হতেই আসল রহস্য উঠে আসে।
অভিযোগ বাবার বিরুদ্ধে ধর্ষণের
বীরভূমের খয়রাশোল ব্লকের সদাইপুর থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করে মেয়ের মা ও মামার বাড়ির সদস্যরা। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করে। অভিযুক্ত কে আজ ৬ই জুন শুক্রবার সকালে পুলিশ গ্ৰেপ্তার করার পর তাকে সিউড়ি জেলা আদালতে নিয়ে আসা হয় বিচারাধীনের জন্য। সেখানে পুলিশ আদালতের কাছে অভিযুক্তর তিন দিনের পুলিশ হেফাজত চাইলে আদালত তিন দিনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পরিবারের সদস্যদের দাবি, এই ঘটনায় অভিযুক্ত কে কঠোর তম শাস্তি দেওয়া হোক পুলিশের কাছে এমনটাই আবেদন রেখেছি আমরা।

Comments