Chess
গুকেশের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় সাঁতরাগাছির খুদে দাবাড়ু ঐশিক
জর্জিয়ার বাটুমিতে 'ফিডে চেস ওয়ার্ল্ড কাপ ২০২৫' প্রতিযোগিতায় ৩৫ টি দেশের প্রতিযোগীরা অংশ গ্রহণ করে ।অনূর্ধ্ব ১০ বিভাগে হাওড়ার সাঁতরাগাছির ধারসার খুদে দাবাড়ু ৫ম শ্রেণীতে পাঠরত ঐশিক মন্ডল রৌপ্য পদক লাভ করে
বিদ্যুৎ ভৌমিক । ১৭ ই জুলাই ২০২৫ । একেই বলে বাঘের বাচ্চা ।তা না হলে বিশ্বের ৩৫ টি দেশের বাঘা বাঘা দাবাড়ুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোকাবিলা করে বাংলারই দুই খুদে দাবাড়ু সর্বার্থ মণি ও ঐশিক মন্ডল বাজিমাত করলো।চড়ান্ত পর্যায়ে বাংলার দাবাড়ু সর্বার্থ ও ঐশিকের মধ্যে ট্রাইব্রেকার হয়।তাতে সর্বার্থ প্রথম স্থান লাভ করে আর হাওড়ার সাঁতরাগাছির ঐশিক দ্বিতীয় স্থান পেয়ে রৌপ্য পদক নিয়ে ঘরে ফিরলো।
সূত্রের খবর, গত ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত জর্জিয়ার বাটুমিতে 'ফিডে চেস ওয়ার্ল্ড কাপ ২০২৫' প্রতিযোগিতায় ৩৫ টি দেশের প্রতিযোগীরা অংশ গ্রহণ করে ।অনূর্ধ্ব ১০ বিভাগে হাওড়ার সাঁতরাগাছির ধারসার খুদে দাবাড়ু ৫ম শ্রেণীতে পাঠরত ঐশিক মন্ডল অংশ নেয় । 'বি ' গ্রুপে আমেরিকা, রাশিয়া, চিন, জর্জিয়া, মঙ্গোলিয়া, কাজাকিস্থান ও তুর্কি দেশের সেরা প্রতিযোগীদের সঙ্গে সম্মুখসমরে অবতীর্ণ হয়ে ঐশিক প্রথম স্থান অধিকার করে ।কিন্তু ফাইনালে 'এ' গ্রুপের বিজয়ী বাংলারই আর এক দাবাড়ু সর্বার্থ মণির কাছে টাইব্রেকারে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় । আরও জানা যায় যে,ঐশিকের বাবা ও মা চাকরির সুবাদে আমেরিকার বসবাস করতেন।সেখানে থেকে মাত্র ৬ বৎসর বয়সেই ঐশিকের দাবায় হাতেখড়ি হয়।আসলে ঐশিকের বাবা সুকান্ত মন্ডল ছেলের পড়াশুনায় একাগ্রতা বাড়াতে ও দুষ্টু প্রবৃত্তি রোধে ঐশিককে দাবা খেলায় ভর্তি করে দেন এবং সেই সঙ্গে বিভিন্ন কম্পিটিশনে অংশ নিতে থাকে ঐশিক ।২০২২ সালে দেশে ফিরে এসেও যথারীতি দাবায় মনোনিবেশ অক্ষুণ্ণ থাকে ।ওড়িশায় এক প্রশিক্ষকের কাছে অনলাইনে ক্লাস করতে থাকে ।জেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা ওপেন টুর্ণামেন্টে ঐশিক সর্বকনিষ্ঠ দাবাড়ু চ্যাম্পিয়ন। এছাড়া বিভিন্ন রাজ্যে সে প্রতিযোগিতায় সাফল্য তুলে আনতে থাকে ।২০২৪ সালে পুণেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ৯ বিভাগে ঐশিক পঞ্চম স্থান লাভ করে ।
জর্জিয়া থেকে সাঁতরাগাছির ধারসার বাড়িতে চলতি সপ্তাহে ফিরে আসে ।ঐশিকের মা জানান যে, পড়াশুনায় মনোযোগী করে তুলতে ছেলেকে দাবায় ভর্তি করেছিলাম ।ছেলের এই সাফল্যে আমরা সবাই গর্বিত ।খেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ঐশিক পড়াশুনাতেও যথেষ্ট মেধাসম্পন্ন ।ওর স্বপ্ন, গুকেশের মতো একদিন ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে খেলতে নামবে ।সে জানায়, এত বড় জায়গায় খেলতে গিয়ে প্রথমে ভয় হচ্ছিল ।কিন্তু জেতার পর ভয় কেটে যায় ।জর্জিয়ার বাটুমিতে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১০ বিভাগে দুরন্ত পারফরম্যান্স দেখানোর জন্য ১৪ জুলাই কলকাতার নব মহাকরণে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাকে সংবর্ধিত করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ।তার আগে ঐশিকের জয়ের খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
ছবি : সংগৃহীত ।

Comments